menu-iconlogo
huatong
huatong
keshab-dey-hoito-konodin-cover-image

Hoito konodin

Keshab Deyhuatong
꧁༺༒MUSIC༒༻꧂huatong
Letras
Grabaciones
থাকতে যদি রোজ আমার আকাশে

দেখতে এমন কতটা তোকে ভালোবাসে

তোর দেওয়া এই কষ্টগুলো ভোলা যাবে না

আর কখনো মনটা কারও নিজের হবে না

থাকতে যদি রোজ আমার আকাশে

দেখতে এমন কতটা তোকে ভালোবাসে

তোর দেওয়া এই কষ্টগুলো ভোলা যাবে না

আর কখনো মনটা কারও নিজের হবে না

আসবো যেদিন একলা রাতে কখনো তোর মনে

তোর দোষেতেই কাঁদবি রে তুই নিজের গোপনে

আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই

তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছু না।

আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই

তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছু না।

প্রিয়া ওরে প্রিয়া

ভাঙলে কেন বুক তুই দিলি না রে সুখ

আর তবে কি পাবনারে দেখতে তোর ঐ মুখ

নতুন করে রোজ কেন আমায় হাসালি

হায়রে জীবন ভালোবাসা কেন শেখালি

কোন অজানা ঝরে আমি সব হারিয়ে আছি

সেই বোঝেনা যারে আমি বড্ড ভালোবাসি

আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই

তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছু না।

আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই

তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছু না।

Más De Keshab Dey

Ver todologo

Te Podría Gustar