menu-iconlogo
huatong
huatong
avatar

Jodi Himaloy Hoye Dukkho Ashey

Khalid/Chime/Shawnelhuatong
Shâwnel🔖huatong
Letras
Grabaciones
“যদি হিমালয়”

খালিদ

ব্যান্ডঃ চাইম

শওনেল

আইডিঃ ৬২১৫৫৫৭৩৯৭০

যদি হিমালয় হয়ে দুঃখ আসে

এ হৃদয়ে সে কিছু নয়

শত আঘাতেও নিঃস্ব যে আজ

তার আবার হারানোর ভয়

যদি হিমালয় হয়ে দুঃখ আসে

এ হৃদয়ে সে কিছু নয়

শত আঘাতেও নিঃস্ব যে আজ

তার আবার হারানোর ভয়

কি ভুলে আমি এতো সয়েছি যে ব্যথা

কি করে ভুলেছি অতীতের কথা

কি ভুলে আমি এতো সয়েছি যে ব্যথা

কি করে ভুলেছি অতীতের কথা

জানতেও পারবে না কেউ তা

জানতেও পারবে না কেউ তা

শওনেল

আইডিঃ ৬২১৫৫৫৭৩৯৭০

প্রশ্ন করো না কেন হৃদয় দুঃখেরও হিমালয়

প্রশ্ন করো না ভিসুভিয়াস এ বুকে কেন জ্বলে রয়

প্রশ্ন করো না কেন হৃদয় দুঃখেরও হিমালয়

প্রশ্ন করো না ভিসুভিয়াস এ বুকে কেন জ্বলে রয়

বেহাগের সুরে সুখ গিয়ে দূরে আসে অশুভ বারতা

কি ভুলে আমি এতো সয়েছি ব্যথা

কি করে ভুলেছি অতীতের কথা

কি ভুলে আমি এতো সয়েছি ব্যথা

কি করে ভুলেছি অতীতের কথা

জানতেও পারবে না কেউ তা

জানতেও পারবে না কেউ তা

শওনেল

আইডিঃ ৬২১৫৫৫৭৩৯৭০

দল বেধে সব দুঃখ আসে মৌন প্রেমের সর্বনাশে

ভোরের শিশির শুকোবে জেনেই তপ্ত রোদ হাসে

দল বেধে সব দুঃখ আসে মৌন প্রেমের সর্বনাশে

ভোরের শিশির শুকোবে জেনেই তপ্ত রোদ হাসে

বেহাগের সুরে সুখ গিয়ে দূরে আনে অশুভ বারতা

কি ভুলে আমি এতো সয়েছি এ ব্যথা

কি করে ভুলেছি অতীতের কথা

কি ভুলে আমি এতো সয়েছি এ ব্যথা

কি করে ভুলেছি অতীতের কথা

জানতেও পারবে না কেউ তা

জানতেও পারবে না কেউ তা

যদি হিমালয় হয়ে দুঃখ আসে

এ হৃদয়ে সে কিছু নয়

শত আঘাতেও নিঃস্ব যে আজ

তার আবার হারানোর ভয়

কি ভুলে আমি এতো সয়েছি ব্যথা

কি করে ভুলেছি অতীতের কথা

কি ভুলে আমি এতো সয়েছি যে ব্যথা

কি করে ভুলেছি অতীতের কথা

জানতেও পারবে না কেউ তা

জানতেও পারবে না কেউ তা

Más De Khalid/Chime/Shawnel

Ver todologo

Te Podría Gustar