menu-iconlogo
huatong
huatong
avatar

আমার মতো এতো সুখি, Amar moto eto sukhi

Khalid Hasan Milluhuatong
rmanu55huatong
Letras
Grabaciones
আমার মতো এতো সুখি

নয়তো কারো জীবন

কি আদর স্নেহ ভালোবাসায়

জড়ানো মায়ার বাধন,

জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কভু

আসবে আমার মরন

আমার মতো এতো সুখি

নয়তো কারো জীবন

নয়তো কারো জীবন

বুকে ধরে যতো ফুল ফোটালাম

সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম

ভাগ্যের পরিহাস এরি নাম

বুকে ধরে যতো ফুল ফোটালাম

সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম

ভাগ্যের পরিহাস এরি নাম

কেন নিয়তির কাছে বারে বারে

হেরে যায় মানুষ এমন

আমার মতো এতো সুখি

নয়তো কারো জীবন

নয়তো কারো জীবন

চারিদিকে নিরাশার বালুচর

কি আশায় বেঁধেছি এই খেলাঘর

স্বপ্ন ভেঙ্গে দিতে এলো ঝড়

চারিদিকে নিরাশার বালুচর

কি আশায় বেঁধেছি এই খেলাঘর

স্বপ্ন ভেঙ্গে দিতে এলো ঝড়

কেন মমতার টানে কেঁদে মরে

বেদনার কথা এখন

আমার মতো এতো সুখি

নয়তো কারো জীবন

কি আদর স্নেহ ভালোবাসায়

জড়ানো মায়ার বাধন

জড়ানো মায়ার বাঁধন

Más De Khalid Hasan Millu

Ver todologo

Te Podría Gustar