menu-iconlogo
huatong
huatong
avatar

jotota megh hole

Khalidhuatong
pinky_24_04huatong
Letras
Grabaciones
যতটা মেঘ হলে বৃষ্টি নামে..

ততটা মেঘ বুকে রেখেছি পুষে..

কিভাবে আমায় তুমি কাঁদাবে বলো?

যতটা মেঘ হলে বৃষ্টি নামে..

ততটা মেঘ বুকে রেখেছি পুষে..

কিভাবে আমায় তুমি কাঁদাবে বলো?

কিভাবে আমায় তুমি কাঁদাবে বলো?

কিভাবে আমায় তুমি কাঁদাবে বলো?

তুমি জানলেনা, জানতেও চাওনি..

তুমি বুঝলেনা, বুঝতেও চাওনি..

একটা মানুষ কত সয়ে বাঁচতে পারে..

একটা হৃদয় কত পুড়ে জ্বলতে পারে..

যতটা তাপ পেলে হৃদয় গলে..

ততটা আগুন আমি রেখেছি জ্বেলে..

কিভাবে আমায় তুমি পোড়াবে বলো?

কিভাবে আমায় তুমি কাঁদাবে বলো?

কিভাবে আমায় তুমি কাঁদাবে বলো?

তুমি বুঝলেনা, বুঝতেও চাওনি..

তুমি জানলেনা, জানতেও চাওনি..

একটা পথ কত দূর যেতে পারে..

একটা জীবন কতটা টানতে পারে..

যতটা মেঘ হলে বৃষ্টি নামে..

ততটা মেঘ বুকে রেখেছি পুষে..

কিভাবে আমায় তুমি কাঁদাবে বলো?

যতটা মেঘ হলে বৃষ্টি নামে..

ততটা মেঘ বুকে রেখেছি পুষে..

কিভাবে আমায় তুমি কাঁদাবে বলো?

কিভাবে আমায় তুমি কাঁদাবে বলো?

কিভাবে আমায় তুমি কাঁদাবে বলো?

Más De Khalid

Ver todologo

Te Podría Gustar

jotota megh hole de Khalid - Letras y Covers