menu-iconlogo
huatong
huatong
avatar

Prithibite Sukh Bole Jodi Kichu

Khan Asifur Rahman Agunhuatong
alleemyhkahuatong
Letras
Grabaciones
আ হা হা হা

অ হো হো হো

আ আ আ আ

পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে

তার নাম ভালোবাসা তার নাম প্রেম

জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোন সুখ থাকে

তার নাম ভালোবাসা তার নাম প্রেম

পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই

সেখানেই তোমাকে পাই খোঁজে পাই

পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই

সেখানেই তোমাকে পাই খোঁজে পাই

পাশাপাশি থাকবো

বুকে ধরে রাখবো

হৃদয়ের দাম দিয়ে হৃদয় নিলেম

তার নাম ভালোবাসা তার নাম প্রেম

এ জীবন সংসার বড় মধুময়

যদি গো সেখানে ভালোবাসা রয়

এ জীবন সংসার বড় মধুময়

যদি গো সেখানে ভালোবাসা রয়

ভালোবেসে বাঁচবো

ভালোবেসে মরবো

যার বিনিময়ে আমি তোমাকে পেলাম

তার নাম ভালোবাসা তার নাম প্রেম

পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে

তার নাম ভালোবাসা তার নাম প্রেম

জ্বলে পুড়ে মরার মাঝে

যদি কোন সুখ থাকে

তার নাম ভালোবাসা তার নাম প্রেম

Más De Khan Asifur Rahman Agun

Ver todologo

Te Podría Gustar