menu-iconlogo
huatong
huatong
avatar

Opekkha ft.The Bong Guy

Kiran Duttahuatong
Sayan2000huatong
Letras
Grabaciones
তোর ভোরের অপেক্ষায়,

আমার রাত কেটে যায়

তোর অচেনা তাকানো,

আমার ঘুম কেড়ে নেয়

এই বৃষ্টি ভেজা দিনে,

আমি সঙ্গী করি কাকে

যদি খুঁজে দেখিস আমায়,

পাবি গলির আঁকে বাঁকে

চুল সরিয়ে দেখো মোড়ে,

দাঁড়িয়ে আছি আমি কোন আঁধারে

বলোনা উত্তর পাবো কবে ?

কবে যে তুমি আমার হবে, আমার হবে।

ক্লান্ত ব্যস্ত দিনে আমার হাত তা ধরবি কি?

ঘুম না আসা রাতে আমার সাথে জগবী কি?

লিখতে না পারা আমার কবিতা হবি কি?

গিটার এর তারে কোনো সুর হবি কি?

যদি কোনো দিন ফিরে তাকাস

যদি কোনো দিন দুহাত বাড়াস

যদি কোনো দিন তোর ওই আকাশ

আমার এই ছোট নদীতে ভাসাস।

তোর ভোরের অপেক্ষায়,

আমার রাত কেটে যায়

তোর অচেনা তাকানো,

আমার ঘুম কেড়ে নেয়

এই বৃষ্টি ভেজা দিনে,

আমি সঙ্গী করি কাকে

যদি খুঁজে দেখিস আমায়,

পাবি গলির আঁকে বাঁকে

চুল সরিয়ে দেখো মোড়ে,

দাঁড়িয়ে আছি আমি কোন আঁধারে

বলোনা উত্তর পাবো কবে ?

কবে যে তুমি আমার হবে, আমার হবে..

Más De Kiran Dutta

Ver todologo

Te Podría Gustar

Opekkha ft.The Bong Guy de Kiran Dutta - Letras y Covers