menu-iconlogo
huatong
huatong
avatar

Moner Moto Pagol Pelam Na - In Memory of TarakDasBaul - Koushik

Koushik Chakrabortyhuatong
꧁𝓪𝓻𝓲𝓳𝓲𝓽_𝓬𝓱𝓸𝔀𝓭𝓱𝓾𝓻𝔂꧂huatong
Letras
Grabaciones
----------

দেখি নকল পাগল সকল দেশে

নকল পাগল সকল দেশে,

আসল পাগল কয়জনা,

মনের মতো পাগল পেলাম না,

ও আমি, মনের মতো পাগল পেলাম না।

ও ক্ষ্যাপা তাইতে পাগল হোলাম না

মনের মত পাগল পেলাম না,

ও ক্ষ্যাপা, মনের মতো পাগল পেলাম না।।

----------

কেউ পাগল পিরিতি রসে কেউ

বিষয় লালসে,

ধনের মানের যশের পাগল

আছে সব দেশে, ক্ষ্যাপা রে

ধনের মানের যশের পাগল

আছে সব দেশে।

তারা মোহে মত্ত সদা চিত্ত

মোহে মত্ত সদা চিত্ত,

নিত্য সত্য মানে না।

মনের মতো পাগল পেলাম না,

ক্ষ্যাপা রে, মনের মতো পাগল পেলাম না।।

----------

----------

শিবের মতো পাগল পাওয়া ভার

সুধা তে যে গরল জাগা হার

বলদ বাহন চর্ম আসন, সর্প অলংকার,

ক্ষ্যাপা রে, বলদ বাহন চর্ম আসন, সর্প অলংকার।

ও সে কিসের তরে ভিক্ষা করে

কিসের তরে ভিক্ষা করে?

ঘরে যার অন্নপূর্ণা ,

মনের মতো পাগল পেলাম না,

ক্ষ্যাপা রে, মনের মতো পাগল পেলাম না।।

----------

সবার ওপর এক পাগল আছে

এ জগৎ পাগল করেছে ..

রাধার প্রেমে বিভোর হয়ে গোলক ছেড়েছে, ক্ষ্যাপা রে,

রাধার প্রেমে বিভোর হয়ে গোলক ছেড়েছে।

ও যার বাঁশির গানে বৃন্দাবনে,

বাঁশির গানে বৃন্দাবনে

বৈদ্য উজান যমুনা ,

মনের মতো পাগল পেলাম না,

ও আমি, মনের মতো পাগল পেলাম না।

ও ক্ষ্যাপা তাইতে পাগল হোলাম না

মনের মতো পাগল পেলাম না,

ও ক্ষ্যাপা, মনের মতো পাগল পেলাম না,

আমি মনের মতো পাগল পেলাম না,

ক্ষ্যাপা রে, মনের মতো পাগল পেলাম না।।

Más De Koushik Chakraborty

Ver todologo

Te Podría Gustar