ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়
ছায়াছবি: চরম আঘাত
সুর: আলাউদ্দিন আলী
শিল্পী: কুমার শানু ও মিতালী মুখার্জী
? ? ~ ?/ ? ? ? ?
===================
মেয়েঃ ভালোবাসা যত বড়
জীবন তত বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর...
তোমায় নিয়ে হাজার বছর
বাঁচতে বড় ইচ্ছে হয়
ছেলেঃ ভালোবাসা যতো বড়
জীবন তত বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর
বাঁচতে বড় ইচ্ছে হয়
মে+ছেঃ ভালোবাসা যত বড়
জীবন তত বড় নয়।
===================
? ?~ ?/ ? ? ? ?
=================
ছেলেঃ বড় দেরি করে দেখা হলো,হলো চেনা জানা,
আরও দিন গেল পেতে
মনেরই ঠিকানা
==================
মেয়েঃ বড় দেরি করে দেখা হলো,হলো চেনা জানা
আরও দিন গেল পেতে মনেরই ঠিকানা।
ছেলেঃ হায় জন্ম থেকেই হয়নি কেন
তোমার আমার পরিচয়।
ভালোবাসা যত বড়
জীবন তত বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর
বাঁচতে বড় ইচ্ছে হয়
মেয়েঃ ভালোবাসা যত বড়
জীবন তত বড় নয়...
==================
? ?~ ?/ ? ? ? ?
===================
মেয়েঃ শুধু কিছুদিন কাছে পেয়ে
ফুরাবে না আশা
কবে যে মরণ ঝড়ে
ভেঙে যাবে বাসা..
====================
ছেলেঃ শুধু কিছু দিন কাছে পেয়ে ফুরাবে না আশা
কবে যে মরণ ঝড়ে ভেঙে যাবে বাসা
মেয়েঃ হায় সব পেয়েছি
তাই কি আমার
সব হারানোর এত ভয়...
ছেলেঃ ভালোবাসা যত বড়
জীবন তত বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর ও ও
তোমায় নিয়ে হাজার বছর
বাঁচতে বড় ইচ্ছে হয়
মেয়েঃ ভালোবাসা যত বড়
জীবন তত বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর
বাঁচতে বড় ইচ্ছে হয়
ছে+মেঃ ভালোবাসা যত বড়
জীবন তত বড় নয়।
====================
ধন্যবাদ