menu-iconlogo
huatong
huatong
kumar-sanumitali-mukherjee-e-jibon-tomake-dilam-cover-image

E Jibon Tomake Dilam

Kumar Sanu/Mitali Mukherjeehuatong
richchrishuatong
Letras
Grabaciones
এ জীবন তোমাকে দিলাম বন্ধু,

তুমি শুধু ভালবাসা দিও।

বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও।

সুখের চেয়েও সুখ, তুমি যে আমার,

প্রিয় থেকে ও তুমি বেশি প্রিয়,

তুমি শুধু ভালবাসা দিও।

বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও।

এ জীবন তোমাকে দিলাম বন্ধু,

তুমি শুধু ভালবাসা দিও।

বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও।

চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি,

আরো চাওয়া আরো পাওয়া,

রয়েছে বাকি।

তোমাকেই চেয়েছি, তোমাকেই পেয়েছি,

মরণ হলেও যেন, তোমারি থাকি।

সুখের চেয়েও সুখ, তুমি যে আমার,

প্রিয় থেকে ও তুমি বেশি প্রিয়,

তুমি শুধু ভালবাসা দিও।

বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও

জান বলে জেনেছি, প্রাণ বলে মেনেছি,

মন বলে তুমি যে তার চেয়ে দামি।

তুমি ধরা দিয়েছ, কাছে টেনে নিয়েছ,

নতুন জীবন যেন পেয়েছি আমি।

সুখের চেয়েও সুখ, তুমি যে আমার,

প্রিয় থেকে ও তুমি বেশি প্রিয়,

তুমি শুধু ভালবাসা দিও।

বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও।

এ জীবন তোমাকে দিলাম বন্ধু,

তুমি শুধু ভালবাসা দিও।

বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও।

Más De Kumar Sanu/Mitali Mukherjee

Ver todologo

Te Podría Gustar