menu-iconlogo
huatong
huatong
avatar

Mago tumi ekbar khoka bole dako

Kumar Sanuhuatong
aseaaranionhuatong
Letras
Grabaciones

মা গো তুমি একবার খোকা বলে ডাকো

মা গো তুমি একবার খোকা বলে ডাকো

নিরব হয়ে অবাক চোখে

কেনো চেয়ে থাকো

নিরব হয়ে অবাক চোখে

কেনো চেয়ে থাকো..

মা গো তুমি একবার খোকা বলে ডাকো...

তোমার কথা শোনবো বলে অধির হয়ে থাকি,

এতো দু:খ বলো মা গো

কোথায় অামি রাখি,

তোমার কথা শোনবো বলে অধির হয়ে থাকি

এতো দু:খ বলো মা গো

কোথায় অামি রাখি

দুটি হাত ধরো, একটু অাদর করো

দুটি হাত ধরো একটু অাদর করো

দোহাই লাগে মা গো তুমি

একটি কথা রাখো...

মা গো তুমি একবার খোকা বলে ডাকো,

মা গো তুমি একবার খোকা বলে ডাকো

তুমি অামার বাবা মা গো, তুমি অামার মা,

তুমি ছাড়া কিছুই অামার ভালো লাগেনা

তুমি অামার বাবা মা গো, তুমি অামার মা,

তুমি ছাড়া কিছুই অামার ভালো লাগেনা

তোমার কাছে এলে, মনে শান্তি মেলে

তোমার কাছে এলে, মনে শান্তি মেলে

মা গো তোমার স্নেহ থেকে

দূরে রেখো নাকো....

মা গো তুমি একবার খোকা বলে ডাকো

নিরব হয়ে অবাক চোখে কেনো চেয়ে থাকো

নিরব হয়ে অবাক চোখে কেনো চেয়ে থাকো...

মা গো তুমি একবার খোকা বলে ডাকো

মা গো তুমি একবার খোকা বলে ডাকো....

Más De Kumar Sanu

Ver todologo

Te Podría Gustar