ভালোবাসা যত বড়
Singer: Kumar Shanu and Mitali
Arranged By Rana
*********
*********
F ভালোবাসা যত বড়,
জীবন ততো বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর....
তোমায় নিয়ে হাজার বছর
বাচতে বড় ইচ্ছে হয়,
M ভালোবাসা যত বড়,
জীবন ততো বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর
বাচতে বড় ইচ্ছে হয়,
M+F ভালোবাসা যত বড়,
জীবন ততো বড় নয়
*********
*********
M বড় দেরি করে দেখা হলো,
হলো চেনা জানা
আরো দিন গেলো কেটে,
মনেরই ঠিকানা,,
F বড় দেরি করে দেখা হলো,
হলো চেনা জানা
আরো দিন গেলো কেটে,
মনেরই ঠিকানা
M হায়,, জন্ম থেকে হয়নি কেন,
তোমার আমার পরিচয়
ভালোবাসা যত বড়,
জীবন ততো বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর
বাচতে বড় ইচ্ছে হয়,
F ভালোবাসা যত বড়, জীবন ততো বড় নয়
*********
*********
F শুধু কিছুদিন কাছে পেয়ে,
ফুরাবে না আশা
কবে যে মরণ ঝরে,
ভেঙ্গে যাবে বাসা
M শুধু কিছুদিন কাছে পেয়ে,
ফুরাবে না আশা
কবে যে মরণ ঝরে,
ভেঙ্গে যাবে বাসা
F হায়,, সব পেয়েছি তাই কি আমার
সব হারানোর এতো ভয়
M ভালোবাসা যত বড়,
জীবন ততো বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর....
তোমায় নিয়ে হাজার বছর
বাচতে বড় ইচ্ছে হয়,
F ভালোবাসা যত বড়,
জীবন ততো বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর
বাচতে বড় ইচ্ছে হয়,
M+F ভালোবাসা যত বড়,
জীবন ততো বড় নয়
==ধন্যবাদ=