প্রথম চিঠি
প্রথম চুম্বন
প্রথম হাত ধরা
প্রথম আলিঙ্গন প্রথম কান্না প্রথম আনন্দ প্রথম দীর্ঘশ্বাস প্রথম উল্লাস প্রথম বুঝতে পারা জীবনের মানে প্রথম চিনতে পারা নিজেকে নিজে প্রথম দেখতে পাওয়া ভালোবাসা কি প্রথম বুঝে ফেলা প্রেমে পড়েছি
রুকসানা রুকসানা রুকসানা রুকসানা
নববর্ষের তুমুল উৎসবে ঈদের দিনের ফাঁকা শহরে অঝোর বৃস্টি ঝলমলে রোদে আগুন আজ এলো সব ফুল ফুটিয়ে হিলারি তেঞ্জিনের পাহাড়ে চড়ার পরা আসলে সেই কিশোরের তোমাকেই খোঁজা পকেট ভর্তি টাকা হাসি আর গানে সাহেদ রুকসানার প্রেম চলছে চুটিয়ে রুকসানা রুকসানা রুকসানা রুকসানা ছোট্ট টি স্টলের পাঁচ কাপ চায়ে নিসার বলা সাহেবের মিথ্যা গল্পতে টেলিফোনের সবনা আমায় চিনতে কি পারো চিনতে যদি পেরেই থাকো ঘেন্নাই আমায় করো উনিশ শ পঁচাত্তর ব্যার্থ ভালোবাসা সমস্যা আছে তোমার নাম বলতে পারবনা দারুণ সুন্দরী তুমি আবেগের তোড়ে আমার মত আহাম্মকের পড়েছিলে প্রেমে সাইকো সম্পর্ক তোমার আমার ছিলো জানি কেমন এই ভালোবাসাটা জীবনে রহস্যই রয়ে গেল এক কথায় নিপা তুমি জীবন দিতে পারতে সেই তুমিও হারিয়ে গেলে কানাডার বরফে কি লাভ বল আর এই লিস্ট লম্বা করে সাহেদ মহা সুখে আছে রুকসানার প্রেমে রুকসানা রুকসানা রুকসানা রুকসানা…