menu-iconlogo
huatong
huatong
avatar

Ogo Nodi Apon Bege Pagol Para

Lopamudra Mitrahuatong
skmcginnishuatong
Letras
Grabaciones
ওগো নদী, আপন বেগে পাগল পারা,

আমি স্তব্ধ চাঁপার তরু

গন্ধভরে তন্দ্রাহারা

ওগো নদী, আপন বেগে পাগল পারা,

আমি স্তব্ধ চাঁপার তরু

গন্ধভরে তন্দ্রাহারা

ওগো নদী, আপন বেগে পাগল পারা

আমি সদা অচল থাকি

গভীর চলা গোপন রাখি

আমি সদা অচল থাকি

গভীর চলা গোপন রাখি

আমার চলা নবীন পাতায়

আমার চলা ফুলের ধারা

ওগো নদী, আপন বেগে পাগল পারা

আমি স্তব্ধ চাঁপার তরু

গন্ধভরে তন্দ্রাহারা

ওগো নদী, আপন বেগে পাগল পারা

ওগো নদী, চলার বেগে পাগল পারা

পথে পথে বাহির হয়ে আপন হারা

ওগো নদী, চলার বেগে পাগল পারা

পথে পথে বাহির হয়ে আপন হারা

আমার চলা যায় না বলা

আলোর পানে প্রাণের চলা

আমার চলা যায় না বলা

আলোর পানে প্রাণের চলা

আকাশ বোঝে আনন্দ তার

বোঝে নিশার নীরব তারা

ওগো নদী, আপন বেগে পাগল পারা,

আমি স্তব্ধ চাঁপার তরু

গন্ধভরে তন্দ্রাহারা

ওগো নদী, আপন বেগে পাগল পারা

Más De Lopamudra Mitra

Ver todologo

Te Podría Gustar

Ogo Nodi Apon Bege Pagol Para de Lopamudra Mitra - Letras y Covers