menu-iconlogo
huatong
huatong
avatar

Ferari Ei Monta Amar ফেরারী এই মনটা আমার

LRBhuatong
spuilaan8huatong
Letras
Grabaciones
ফেরারী এই মনটা আমার

মানে না কোনো বাঁধা

তোমাকে পাবারই আশায়

ফিরে আসে বারেবার

ফেরারী এই মনটা আমার

মানে না কোনো বাঁধা

তোমাকে পাবারই আশায়

ফিরে আসে বারেবার

কখনো ভাবিনি আমি

ব্যথা দিয়ে তুমি চলে যাবে

কখনো ভাবিনি আমি

ব্যথা দিয়ে তুমি চলে যাবে

কি জানি কি ভুল ছিল আমার

আমাকে কেন গেলে কাঁদিয়ে

তাই আমি ফিরে আসি বারেবার

ফেরারী এই মনটা আমার

মানে না কোনো বাঁধা

তোমাকে পাবারই আশায়

ফিরে আসে বারেবার

যে পথে হারিয়েছি তোমায়

সেই পথে খুঁজে আমি যাব

যে পথে হারিয়েছি তোমায়

সেই পথে খুঁজে আমি যাব

অভিমান করে থেকো না

অপবাদ দিয়ে যেও না

তাই আমি ফিরে আসি বারেবার

ফেরারী এই মনটা আমার

মানে না কোনো বাঁধা

তোমাকে পাবারই আশায়

ফিরে আসে বারেবার

ফেরারী এই মনটা আমার

মানে না কোনো বাঁধা

তোমাকে পাবারই আশায়

ফিরে আসে বারেবার

Más De LRB

Ver todologo

Te Podría Gustar