menu-iconlogo
huatong
huatong
avatar

Jokhon Kokhono

LRBhuatong
drouinhlljhuatong
Letras
Grabaciones
যখন কখনো আমি নেই

সময়ের ব্যস্ততা ঠিকই আছে

যখন কখনো তুমি নেই

জীবন যেন জমে থাকা বরফেই

যখন তুমি, আমি কেউ নেই

পৃথিবী বেঁচে শুধু গতির আবেগেই

যখন তুমি, আমি কেউ নেই

পৃথিবী বেঁচে শুধু গতির আবেগেই

যখন অনুভূতি সব হারানো

তবুও শব্দহীন হৃদয় থাকে

যখন ঘুমগুলো সব পালানো

স্বপ্নগুলো ঠিকই জেগে আছে

যখন তাই সুখের রংধনু জাগে

আঁধার নামে কারো আকাশে

যখন তাই সুখের রংধনু জাগে

আঁধার নামে কারো আকাশে

যখন কখনো হয় নতুন প্রেম

পুরোনো ঘৃণাও যেন ফিরে আসে

যখন সবাই শুধু দুঃখে ভাসে

সুখ তখনো জীবনকে ডাকে

যখন তাই সবাই ঘরে ফেরে

কেউ একজন শুধু ঘর ছাড়ে

যখন তাই সবাই ঘরে ফেরে

কেউ একজন শুধু ঘর ছাড়ে

যখন আমার সবই আছে

তখন আমার কিছু নেই

যখন আমার কিছু নেই

তখন আমার সবই আছে

Más De LRB

Ver todologo

Te Podría Gustar