menu-iconlogo
huatong
huatong
lutfor-hasan-thikana-cover-image

Thikana

Lutfor Hasanhuatong
reasonstolovemehuatong
Letras
Grabaciones
পথ খোলা নেই কাছে যাবার

পথ খোলা নেই কাছে যাবার

তুমি ঠিকানা বদলেছো আবার

পথ খোলা নেই কাছে যাবার

তুমি ঠিকানা বদলেছো আবার

হয়তো তোমার জানার বাকি

কোথাও তীর ভাঙ্গে ছোট ছোট ঢেঊ

হয়তো তোমার দখলে সবই

হারাও ঘুম তবু দু'চোখ পেয়ে

কোথাও ভাঙছে পাহাড়

কে বোঝে দুঃখ তাহার

কোথাও ভাঙছে পাহাড়

কে বোঝে দুঃখ তাহার

পথ খোলা নেই কাছে যাবার

তোমার জানালা এখনো খোলা

হাওয়া এসে দোল খায় শান্ত চুলে

বাগানে আমার যতটা আলো

তারও বেশি স্মৃতি রয়েছি ভুলে

কোথাও ভাঙছে পাহাড়

কে বোঝে দুঃখ তাহার

কোথাও ভাঙছে পাহাড়

কে বোঝে দুঃখ তাহার

পথ খোলা নেই কাছে যাবার

তুমি ঠিকানা বদলেছো আবার

পথ খোলা নেই কাছে যাবার

তুমি ঠিকানা বদলেছো আবার

Más De Lutfor Hasan

Ver todologo

Te Podría Gustar