গানঃআমি মরলে কেউ কানন্দ না
গীতিকারঃ জালাল সরকার
আপলোড বাই মামুন
স্টারমেকার বাউল সংগঠন
চয়েস বাইঃ হুসাইন ভাই
-----মিউজিক ---+
আমি মরলে কেউ কানন্দ না
আমি মরলে কেউ কানন্দ না
কেউ তো কারো নয় রে ভাই...
দেশের মানুষ, দেশে যাবো
বিদয় দেন সবাই.....
দরদের ভাই.......
দেশের মানুষ দেশে যাবো
বিদয় দেন সবাই।
আমি মরলে কেউ কানন্দ না
-----মিউজিক----
আমি মরলে কেউ কানন্দ না
কেউ তো কারো নয় রে ভাই
দেশের মানুষ দেশে যাবো
বিদয় দেন সবাই
দরদের ভাই........
দেশের মানুষ দেশে যাবো
বিদয় দেন সবাই।।
-----মিউজিক----
আপলোড বাই মামুন
গীতিকারঃ জালাল সরকার
স্টারমেকার বাউল সংগঠন
-----মিউজিক---
দরদের ভাই রে.............
একা একা যেতে হবে
রাখিও তা মনে
কেউ হবে না সঙ্গে সাথি
যত আপন জনে
-----মিউজিক----
দরদের ভাই রে...........
একা একা যেতে হবে,
রাখিও তা মনে
কেউ হবে না সঙ্গে সাথি
যত আপন জনে
আমি যা করলাম এই এিভুবনে
-----মিউজিক----
যা করলাম এই এিভুবনে
তাই মনে রাখবে সবাই
দেশের মানুষ দেশে যাবো
বিদয় দেন সবাই
দরদের ভাই........
দেশের মানুষ দেশে যাবো
বিদয় দেন সবাই।।।
----মিউজিক----
আপলোড বাই মামুন
গীতিকারঃ জালাল সরকার
স্টারমেকার বাউল সংগঠন
-----মিউজিক---
দরদের ভাই রে..............
জন্ম হতে এই পর্যন্ত
তোমাদের ও কাছে
জানা অজানা অনেক
ভুল এুটি আছে
-----মিউজিক-----
দরদের ভাই রে..............
জন্ম হতে এই পর্যন্ত
তোমাদের ও কাছে
জানা অজানা অনেক
ভুল এুটি আছে
আমি ক্ষমা চাই তোমাদের কাছে
-----মিউজিক---
ক্ষমা চাই তোমাদের কাছে
হাতে তো আর সময় নাই
দেশের মানুষ দেশে যাবো
বিদয় দেন সবাই
দরদের ভাই......
দেশের মানুষ দেশে যাবো
বিদয় দেন সবাই।।
----মিউজিক----
আপলোড বাই মামুন
গীতিকারঃ জালাল সরকার
স্টারমেকার বাউল সংগঠন
-----মিউজিক---
দরদের ভাই রে...............
আমারো মরনের খবর
যদি পৌছায় কানে
এক নজর দেখিতে যাইও
যদি থাকে মনে
----মিউজিক----
দরদের ভাই রে...............
আমারো মরনের খবর
যদি পৌছায় কানে
এক নজর দেখিতে যাইও
যদি থাকে মনে
গান শুনাইও দয়াল নামে
-----মিউজিক----
গান শুনাইও দয়াল নামে
সে বিনে গতি নাই
দেশের মানুষ দেশে যাবো
বিদয় দেন সবাই
দরদের ভাই........
দেশের মানুষ দেশে যাবো
বিদয় দেন সবাই।
আমি মরলে কেউ কানন্দ না
-----মিউজিক----
আমি মরলে কেউ কানন্দ না
কেউ তো কারো নয় রে ভাই
দেশের মানুষ দেশে যাবো
বিদয় দেন সবাই
দরদের ভাই........
দেশের মানুষ দেশে যাবো
বিদয় দেন সবাই।।
দরদের ভাই................
দেশের মানুষ দেশে যাবো
বিদয় দেন সবাই।।
-----সমাপ্তি -----
ধন্যবাদ সবাইকে