menu-iconlogo
huatong
huatong
avatar

আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও

Mannanhuatong
rolf_fischingerhuatong
Letras
Grabaciones
আল্লাহ, ওগো আল্লাহ

ক্ষমা করে দাও, মাফ করে দাও।

আল্লাহ, ওগো আল্লাহ

ক্ষমা করে দাও, মাফ করে দাও।

ক্ষমা করে দাও, মাফ করে দাও।

যতদিন এই জীবন বীনা বাজিবে

সুপথে চালাও, মাফ করে দাও।

সুপথে চালাও, মাফ করে দাও।

আল্লাহ, ওগো আল্লাহ

ক্ষমা করে দাও, মাফ করে দাও।

ক্ষমা করে দাও, মাফ করে দাও।

যতদিন এই জীবন বীনা বাজিবে

সুপথে চালাও, মাফ করে দাও।

সুপথে চালাও, মাফ করে দাও।

তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া

ঈমান এনেছি তবুও

তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া

ঈমান এনেছি তবুও

এ উছিলায় রহম ও দয়া বিলাও।

ক্ষমা করে দাও, মাফ করে দাও।

ক্ষমা করে দাও, মাফ করে দাও।

আল্লাহ, ওগো আল্লাহ

ক্ষমা করে দাও, মাফ করে দাও।

ক্ষমা করে দাও, মাফ করে দাও।

কাউকে সরিনা কাউকে ডরিনা

তোমাতে শির দেই তবুও

কাউকে সরিনা কাউকে ডরিনা

তোমাতে শির দেই তবুও

এ উছিলায় বিপদে পার করে নাও।

ক্ষমা করে দাও, মাফ করে দাও।

ক্ষমা করে দাও, মাফ করে দাও।

আল্লাহ, ওগো আল্লাহ

ক্ষমা করে দাও, মাফ করে দাও।

ক্ষমা করে দাও, মাফ করে দাও।

কারো কাছে হারি না, কারো অনুসারী না

তব দারে হাত পাতি তবুও

কারো কাছে হারি না, কারো অনুসারী না

তব দারে হাত পাতি তবুও

এ উছিলায় চিরসুখি জান্নাতে দাও।

ক্ষমা করে দাও, মাফ করে দাও।

ক্ষমা করে দাও, মাফ করে দাও।

আল্লাহ, ওগো আল্লাহ

ক্ষমা করে দাও, মাফ করে দাও।

ক্ষমা করে দাও, মাফ করে দাও।

Más De Mannan

Ver todologo

Te Podría Gustar