menu-iconlogo
huatong
huatong
avatar

Ekhon Onek Raat (Lofi Remix)

Mashuq Haque/Aanchalhuatong
squashy_73huatong
Letras
Grabaciones
এখন অনেক রাত

খোলা আকাশের নীচে

জীবনের অনেক আয়োজন

আমায় ডেকেছে

তাই আমি বসে আছি

দরজার ওপাশে

দরজার ওপাশে

এখন অনেক রাত

খোলা আকাশের নীচে

জীবনের অনেক আয়োজন

আমায় ডেকেছে

তাই আমি বসে আছি

দরজার ওপাশে

দরজার ওপাশে

আবেগী এমন রাতে

ভুল করে এই পথে

এসে যদি ফিরে যাও

আমায় না পেয়ে

চলে যাওয়া সেই পথে

ঝিরিঝিরি বাতাসে

আমার এই মন কাঁদে

তোমায় না পেয়ে

তাই আমি বসে আছি

তাই আমি বসে আছি

দরজার ওপাশে

দরজার ওপাশে

এখন অনেক রাত

খোলা আকাশের নীচে

জীবনের অনেক আয়োজন

আমায় ডেকেছে

তাই আমি বসে আছি

দরজার ওপাশে

দরজার ওপাশে

দরজার ওপাশে

দরজার ওপাশে

Más De Mashuq Haque/Aanchal

Ver todologo

Te Podría Gustar

Ekhon Onek Raat (Lofi Remix) de Mashuq Haque/Aanchal - Letras y Covers