চোখের পানি আমি মুছতে জানি
জানি মেনে নিতে
শুধু জানিনা কি অপরাধে
এই হলো আমার সাথে
চোখের পানি আমি মুছতে জানি
জানি মেনে নিতে
শুধু জানিনা কি অপরাধে
এই হলো আমার সাথে
ফিরে এসো ভাঙ্গা বুকে
হৃদয় ডুকরে কাঁদে
মনে মনে কষ্ট পোড়ে
প্রতি আনচান রাতে
হাতের ফুল হাতে শুকায়
শুকায় না চোখের পানি
আঘাত পেয়ে ভেঙ্গে গেছে
সুখের ফুলদানী
হাতের ফুল হাতে শুকায়
শুকায় না চোখের পানি
আঘাত পেয়ে ভেঙ্গে গেছে
সুখের ফুলদানী
বুকের ভাঁজে আজও আছে
পুরনো ভালোবাসা
গানে গানে তোমায় খোঁজে
পাওয়ার এক আশা
বুকের ভাঁজে আজও আছে
পুরনো ভালোবাসা
গানে গানে তোমায় খোঁজে
পাওয়ার এক আশা
চোখের পানি আমি মুছতে জানি
জানি মেনে নিতে
শুধু জানিনা কি অপরাধে
এই হলো আমার সাথে
ফিরে এসো ভাঙ্গা বুকে
হৃদয় ডুকরে কাঁদে
মনে মনে কষ্ট পোড়ে
প্রতি আনচান রাতে