menu-iconlogo
huatong
huatong
avatar

পুজোর ফুল

MD_Hassanhuatong
★彡MD_Hassan彡★🌀🅣🅑🅢🌀huatong
Letras
Grabaciones
আমি কোন ফুলে দেবো পুজো তোমায়

ভেবে পাইনা,,,

কোন ফুলে দেবো পুজো তোমায়

ভেবে পাইনা,,,

কোন ফুল যে তোমার পাশে

শোভা লাগে না না

আমি কোন ফুলে দেবো পুজো তোমায়

ভেবে পাইনা,,,

কোন ফুল যে তোমার পাশে

শোভা লাগে না না

আমি কোন ফুলে তোমায় দেবো পুজো

জবা ফুলের দেহ রাঙ্গা লাল

তোমার অধর অধিক লাল

তোমার পায়ের আলতার পাশে

জবা শোভা পায় না না

আমি কোন ফুলে দেবো পুজো তোমায়

ভেবে পাইনা,,,

কোন ফুল যে তোমার পাশে

শোভা লাগে না না

আমি কোন ফুলে দেবো পুজো তোমায়

গাঁদা ফুলের রঙ হলুদ বরণ

তোমার দেহ করলো হরণ

কাঁচা হলুদ রঙ গায়ের পাশে

গাঁদা মনে ধরে না না

আমি কোন ফুলে দেবো পুজো তোমায়

ভেবে পাইনা,,,

কোন ফুলে দেবো পুজো তোমায়

ভেবে পাইনা,,,

কোন ফুল যে তোমার পাশে

শোভা লাগে না না

আমি কোন ফুলে দেবো পুজো তোমায়

ভেবে পাইনা,,,

কোন ফুল যে তোমার পাশে

শোভা লাগে না না

আমি কোন ফুলে দেবো পুজো তোমায়

Más De MD_Hassan

Ver todologo

Te Podría Gustar