menu-iconlogo
huatong
huatong
avatar

Neela

Mileshuatong
pigeonroyhuatong
Letras
Grabaciones
নীলা

ব্যান্ড : মাইলস

অ্যালবাম : প্রতিশ্রুতি

তোমার চোখে

চেয়ে দেখি আমি জীবনটাকে

ভালোবাসার স্মৃতিগুলো

তোমাকেই শুধু চায়

কিছু কথা

কিছু আশা নিয়ে জীবনটাতে

অনাবিল সব সুখের ছোয়ায়

তোমাকে কাছে চায়

ঐ সুদূর নিলীমায়

মন হারিয়ে যেতে চায়

যেথায় সময় থেমে রয়

তোমারি আশায়

নীলা তুমি কি চাও না

হারাতে ঐ নিলীমায়

যেখানে দুটি মন এক হয়ে

ছবির মত জেগে রয়

নীলা তুমি কি জানো না

আমার হৃদয়ের ঠিকানা

যেখানে তোমার আমার প্রেম

মিলে মিশে এক হয়

ফুলের মত

সৌরভে ভরিয়ে দিয়ে

তোমায় আমি ভালোবেসে

আরো কাছে পেতে চাই

দুরন্ত প্রেম

ঝর্না ধারারই মত

ছুটে চলে অবিরত

তোমার ঠিকানায়

ঐ সুদূর নিলীমায়

মন হারিয়ে যেতে চায়

যেথায় সময় থেমে রয়

তোমারি আশায়

নীলা তুমি কি চাও না

হারাতে ঐ নিলীমায়

যেখানে দুটি মন এক হয়ে

ছবির মত জেগে রয়

নীলা তুমি কি জানো না

আমার হৃদয়ের ঠিকানা

যেখানে তোমার আমার প্রেম

মিলে মিশে এক হয়

ঐ সুদূর নিলীমায়

মন হারিয়ে যেতে চায়

যেথায় সময় থেমে রয়

তোমারি আশায়

নীলা তুমি কি চাও না

হারাতে ঐ নিলীমায়

যেখানে দুটি মন এক হয়ে

ছবির মত জেগে রয়

নীলা তুমি কি জানো না

আমার হৃদয়ের ঠিকানা

যেখানে তোমার আমার প্রেম

মিলে মিশে এক হয়

নীলা তুমি কি চাও না

হারাতে ঐ নিলীমায়

যেখানে দুটি মন এক হয়ে

ছবির মত জেগে রয়

নীলা তুমি কি জানো না

আমার হৃদয়ের ঠিকানা

যেখানে...

Más De Miles

Ver todologo

Te Podría Gustar