menu-iconlogo
huatong
huatong
avatar

Eso Shyamolo Sundaro

Mita Chatterjeehuatong
r_postingshuatong
Letras
Grabaciones
এসো শ্যামল সুন্দর

এসো শ্যামল সুন্দর

আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা

বিরহিণী চাহিয়া আছে আকাশে

শ্যামল সুন্দর

এসো শ্যামল সুন্দর

সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে

তমালকুঞ্জ-পথে সজল ছায়াতে

ব্যথিত হৃদয় আছে বিছায়ে

তমালকুঞ্জ-পথে সজল ছায়াতে

নয়নে জাগিছে করুণ রাগিণী

শ্যামল সুন্দর

এসো শ্যামল সুন্দর

আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা

বিরহিণী চাহিয়া আছে আকাশে

শ্যামল সুন্দর

এসো শ্যামল সুন্দর

বকুল মুকুল রেখেছে গাঁথিয়া

বাজিছে অঙ্গনে মিলনবাঁশরি

বকুল মুকুল রেখেছে গাঁথিয়া

বাজিছে অঙ্গনে মিলনবাঁশরি

আনো সাথে তোমার মন্দিরা

চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে সে

আনো সাথে তোমার মন্দিরা

চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে সে

বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী

বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী

ঝঙ্কারিবে মঞ্জীর রুণু রুণু

শ্যামল সুন্দর

এসো শ্যামল সুন্দর

আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা

বিরহিণী চাহিয়া আছে আকাশে

শ্যামল সুন্দর

এসো শ্যামল সুন্দর

Más De Mita Chatterjee

Ver todologo

Te Podría Gustar