menu-iconlogo
logo

ঠিকানা Thikana

logo
Letras
আমার জমাট মেঘে হাওয়া লেগে

বৃষ্টি জড়োসড়ো

একা তবু একা নই,

তবু তারপরও

আমার অবাক চোখে অশ্রু দেখে

কিছু প্রশ্ন করো বলি তবু বলিনা যে,

তবু তারপরও...

এই রৌদ্রছায়া রাত জোছনা ছুঁয়ে দিলাম

এই ভালোলাগা ঘুম বাহানায় কী পেলাম

দু’জনে একই পথে হেঁটে অবিরাম

ঠিকানার ধারে কাছে ঠিকানা হারালাম....

................

আমার চলার পথ গেছে কতোদূর

জানা নেই তবু প্রাণে আছে সুর

ভালো কিবা মন্দ কিছু না জেনে

নিয়তি আমি নিয়েছি মেনে

উল্টেপাল্টে দেখি একটাই আকাশ

চুলে মাখি এলোমেলো একই সে বাতাস

একই রকম বুকে একই দীর্ঘশ্বাস

পৃথিবীর কাছে এর কতোটুক দাম.........

ঠিকানা Thikana de Mithila/Tahsan - Letras y Covers