menu-iconlogo
huatong
huatong
avatar

যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়

Mizanur Rahman azharihuatong
swiftvxihuatong
Letras
Grabaciones
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়

যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়

তারা কভু পথ ভুলে যায় না,

আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়

কারো কাছে কোনো কিছু চায় না

যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়

তারা কভু পথ ভুলে যায় না,

আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়

কারো কাছে কোনো কিছু চায় না

রাতের আধারে যারা সেজদাতে রয়

দু'চোখের অশ্রুতে নদী যেন ভয়

রাতের আধারে যারা সেজদাতে রয়

দু'চোখের অশ্রুতে নদী যেন ভয়

ছলনার হাতছানি যতই আসুক

ছলনার হাতছানি যতই আসুক

পেছনে ফিরে ও তাকায় না

যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়

তারা কভু পথ ভুলে যায় না,

আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়

কারো কাছে কোনো কিছু চায় না

দ্বীন কায়েমের পথে যারা অবিচল

তারা হল আল্লাহর প্রিয়জন,

বাতিলের কাছে যারা হার মানেনা

সংগ্রাম করে যায় আমরণ

দ্বীন কায়েমের পথে যারা অবিচল

তারা হল আল্লাহর প্রিয়জন,

বাতিলের কাছে যারা হার মানেনা

সংগ্রাম করে যায় আমরণ

হেরার আলতে যার হৃদয় রঙ্গিন

হাতে আল কুরআনের দৃপ্ত সঙ্গিন

হেরার আলতে যার হৃদয় রঙ্গিন

হাতে আল কুরআনের দৃপ্ত সঙ্গিন,

সত্যের পথে যারা নিবেদিত প্রান

সত্যের পথে যারা নিবেদিত প্রান

শত্রুকে কভু ভয় পায় না

যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়

তারা কভু পথ ভুলে যায় না,

আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়

কারো কাছে কোনো কিছু চায় না

যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়

তারা কভু পথ ভুলে যায় না,

আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়

কারো কাছে কোনো কিছু চায় না

কারো কাছে কোনো কিছু চায় না

কারো কাছে কোনো কিছু চায় না

আল্লাহ হাফেজ

Más De Mizanur Rahman azhari

Ver todologo

Te Podría Gustar