চান্দের সাথে রাইতের পিরিত হইলে
জোছনা ছড়ায়,
মাটির সাথে পানির পিরিত হইলে
কাদাতে জড়ায়,
ও-ও-ও-ও তোমার সাথে আমার পিরিত হায়রে
এই খবর শুনিয়া
সৃষ্টি হইলো শূন্যের মাঝে
সুন্দর একটা দুনিয়া
চান্দের সাথে রাইতের পিরিত হইলে
জোছনা ছড়ায়,
মাটির সাথে পানির পিরিত হইলে
কাদাতে জড়ায়,
ও-ও-ও-ও তোমার সাথে আমার পিরিত হায়রে
এই খবর শুনিয়া
সৃষ্টি হইলো শূন্যের মাঝে
সুন্দর একটা দুনিয়া
ওইনা উঁচা গাছের মায়ায় লতা.. আ..
থাকে যে আদরে
বাশোরীয়ার হাতের মায়ায় বাঁশী..
বাজে সাত সুরে
তোমার লাগি আমার এত মায়া
তোমার লাগি আমার এত মায়া
এই খবর শুনিয়া
আসমান নিলো জমিন টারে
বুকের মাঝে টানিয়া
চান্দের সাথে রাইতের পিরিত হইলে
জোছনা ছড়ায়,
মাটির সাথে পানির পিরিত হইলে
কাদাতে জড়ায়,
ও-ও-ও-ও তোমার সাথে আমার পিরিত হায়রে
এই খবর শুনিয়া
সৃষ্টি হইলো শূন্যের মাঝে
সুন্দর একটা দুনিয়া
কথার কাছে সুর কত প্রিয় ও....
বলে সুর গানে
ফুলের কাছে ভ্রমর কত প্রিয় ও...
বলে ফুলের কানে
তুমি আমার প্রানের চেয়ে প্রিয়
তুমি আমার প্রানের চেয়ে প্রিয়
এই খবর শুনিয়া
বাবুই পাখি উড়াল দিলো
ছোট্ট বাসা বুনিয়া
চান্দের সাথে রাইতের পিরিত হইলে
জোছনা ছড়ায়,
মাটির সাথে পানির পিরিত হইলে
কাদাতে জড়ায়,
ও-ও-ও-ও তোমার সাথে আমার পিরিত হায়রে
এই খবর শুনিয়া
সৃষ্টি হইলো শূন্যের মাঝে
সুন্দর একটা দুনিয়া