menu-iconlogo
huatong
huatong
moheener-ghoraguli-hay-bhalobasi-hq-cover-image

Hay Bhalobasi HQ

Moheener Ghoragulihuatong
RaJoRsHe🎼⭐127929⭐🎙huatong
Letras
Grabaciones
শিরোনামঃ হায় ভালোবাসি

কথাঃ রঞ্জন ঘোষাল, তাপস দাস ও তপেশ বন্দোপাধ্যায়

সুরঃ তাপস দাস ও তপেশ বন্দোপাধ্যায়

কন্ঠঃ তাপস দাস ও তপেশ বন্দোপাধ্যায়

কোরাসঃ গৌতম চট্টোপাধ্যায়, রঞ্জন ঘোষাল, প্রদীপ চট্টোপাধ্যায়, বিশু চট্টোপাধ্যায়

ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলো

Track Created and Uploaded by – RAJORSHE🎼⭐JAM⭐🎙127929

(🎶 🎶 MUSIC 🎶 🎶)

ভালোবাসি জ্যোৎস্নায় কাশবনে ছুটতে…

ছায়া ঘেরা মেঠোপথে ভালোবাসি হাঁটতে…

দূর পাহাড়ের গায়ে গোধূলীর আলো মেখে…

কাছে ডাকে ধান খেত সবুজ দিগন্তে…

তবুও কিছুই যেন ভালো যে লাগেনা কেন…

উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন…

কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও…

ভালো লাগে ডিঙ্গি নৌকায় চড়ে ভাসতে…

প্রজাপতি বুনোহাঁস ভালো লাগে দেখতে…

জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে…

ভালোবাসি একমনে কবিতা পড়তে…

তবুও কিছুই যেন ভালো যে লাগেনা কেন…

উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন…

কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও…

যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে…

শুধুই ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে…

তখন ভালো লাগে না লাগে না কোন কিছুই…

সুদিন কাছে এসো ভালোবাসি একসাথে সব কিছুই…

(🎶 🎶 MUSIC 🎶 🎶)

ভালোবাসি পিকাসো বুনুয়েল দান্তে…

বিট্ল্স্ ডিলান আর বেথোফেন শুনতে…

রবিশঙ্কর আর আলি আকবর শুনে…

ভালোবাসি ভোরে কুয়াশায় ঘরে ফিরতে…

তবুও কিছুই যেন ভালো যে লাগেনা কেন…

উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন…

কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও…

যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে…

শুধুই ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে…

তখন ভালো লাগে না লাগে না কোন কিছুই…

সুদিন কাছে এসো ভালোবাসি একসাথে সব কিছুই…

যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে…

শুধুই ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে…

তখন ভালো লাগে না লাগে না কোন কিছুই…

সুদিন কাছে এসো ভালোবাসি একসাথে সব কিছুই…

🙏THANK YOU FOR CHOOSING THIS TRACK🙏

Más De Moheener Ghoraguli

Ver todologo

Te Podría Gustar