menu-iconlogo
huatong
huatong
avatar

তোদের জ্বলবে / Toter Jolbe

Mohona Karaokehuatong
𒆜Mahmud𝄞মাহমুদ𒆜huatong
Letras
Grabaciones
মিউজিক

আমায় দেখে জ্বলছে যারা

চাইছি তাদের বলতে

PNPC না করে তুই

তোর চরকায় তেল দে

মিউজিক

হ্যাঁ আমায় দেখে জ্বলছে যারা

চাইছি তাদের বলতে

PNPC না করে তুই

তোর চরকায় তেল দে

যাদের ভাবে বড্ড কাছের

আমার আপনজন

তারাই আবার করছে কাঠি

সামনে প্রিয়জন

যতই করিস হিংসা তোরা

আমি বড়ই বেপরোয়া

ভয় ডর নেই

যে যা বলুক বলবে

তোদের জ্বলবে

আমার তাতেই চলবে

তোদের জ্বলবে

আমার তাতেই চলবে

মিউজিক

তোমার আমার উন্নতিতে

কষ্ট যাদের লাগে

মুখের উপর কাজেই জবাব

দেব তাদের আগে

মিউজিক

তোমার আমার উন্নতিতে

কষ্ট যাদের লাগে

মুখের উপর কাজেই জবাব

দেব তাদের আগে

শকুনেরই অভিশাপে

গরু কখন মরে

তোমার হিংসায় আমার জয়

একটু একটু করে

যতই করিস হিংসা তোরা

আমি বড়ই বেপরোয়া

ভয় ডর নেই

যে যা বলুক বলবে

তোদের জ্বলবে

আমার তাতেই চলবে

তোদের জ্বলবে

আমার তাতেই চলবে

মিউজিক

ও বাবা কি জলন

আমার ভালো দেখলে যাদের

মনে অমাবস্যা

আসল কারণ এটা তাদের

মানসিক সমস্যা

মিউজিক

আমার ভালো দেখলে যাদের

মনে অমাবস্যা

আসল কারণ এটা তাদের

মানসিক সমস্যা

সুস্থ হয়ে উঠিস তোরা

এই কামনায় করি

ওরে দুষ্টু লোকের সাথে আমার

বরা বরেই আড়ি

যতই করিস হিংসা তোরা

আমি বড়ই বেপরোয়া

ভয় ডর নেই

যে যা বলুক বলবে

তোদের জ্বলবে

আমার তাতেই চলবে

তোদের জ্বলবে

আমার তাতেই চলবে

ও বাবা কি জলন

Más De Mohona Karaoke

Ver todologo

Te Podría Gustar