menu-iconlogo
huatong
huatong
momtaz-begum--cover-image

আগে যদি জানতাম রে বন্ধু

Momtaz Begumhuatong
paulfox5huatong
Letras
Grabaciones
আগে যদি জানতাম রে বন্ধু..,

তুমি হইবা পর..,

ছাড়িতাম কি বাড়ি আমার,

ছাড়িতাম না ঘর..।

আগে যদি জানতাম রে বন্ধু..,

তুমি হইবা পর..,

ছাড়িতাম কি বাড়ি আমার,

ছাড়িতাম না ঘর..।

ছাড়িতাম কি বাড়ি আমার,

ছাড়িতাম না ঘর..।

আপনাদের ভালোলাগা আমার সার্থকতা

গানে লাইক দিয়ে পাশে থাকবেন

নতুন গানের জন্য আমার সংবুক দেখুন

উজানে ভাসাইলাম.. নাও,

ভাটি কোথাও নাই,

আমি আমার ছিলাম নাকি..

তুমি কোথাও নাই..।

উজানে ভাসাইলাম.. নাও,

ভাটি কোথাও নাই,

আমি আমার ছিলাম নাকি..

তুমি কোথাও নাই..।

আগে যদি জানতাম রে বন্ধু..,

তুমি হইবা পর..,

ছাড়িতাম কি বাড়ি আমার,

ছাড়িতাম না ঘর..।

ছাড়িতাম কি বাড়ি আমার,

ছাড়িতাম না ঘর..।

যারা আমার গান ওসি করবেন

আমাকে ইনভাইট করবেন

আমি জয়েন করবো

কোনো গানের রিকুয়েষ্ট থাকলে বলবেন

পীড়িতে সাজায়েছি.. রঙ,

বাসরে বাঁশি..

সুরে সুরে সুরমালা..,

ভিতরে ফাঁকি..

পীড়িতে সাজায়েছি.. রঙ,

বাসরে বাঁশি..

সুরে সুরে সুরমালা..,

ভিতরে ফাঁকি..

আগে যদি জানতাম রে বন্ধু,

তুমি হইবা পর...।

ছাড়িতাম কি বাড়ি আমার..

ছাড়িতাম না ঘর।

আগে যদি জানতাম রে বন্ধু,

তুমি হইবা পর...।

ছাড়িতাম কি বাড়ি আমার..

ছাড়িতাম না ঘর।

ছাড়িতাম কি বাড়ি আমার..

ছাড়িতাম না ঘর।

ছাড়িতাম কি বাড়ি আমার..

ছাড়িতাম না ঘর।

Más De Momtaz Begum

Ver todologo

Te Podría Gustar