menu-iconlogo
huatong
huatong
avatar

খাজা বাবা খাজা বাবা (মমতাজ

Momtaz Begumhuatong
rickels1huatong
Letras
Grabaciones
খাজা বাবা খাজা বাবা, মারহাবা মারহাবা

খাজা বাবা খাজা বাবা, মারহাবা মারহাবা

গেয়ে ছিলেন নবীর গুণ গান

খাজা বাবা খাজা বাবা

খাজা বাবা খাজা বাবা

মারহাবা মারহাবা

গেয়ে ছিলেন নবীর গুণ গান

একদিন আমার বড় পীরে

ডাকিয়া কয় খাজারে

তোমার বধন কেনো এতই ম্লান

একদিন আমার বড় পীরে

ডাকিয়া কয় খাজারে

তোমার বধন কেনো এতই ম্লান

খাজা কয় পীরে রে, খাজা কয় পীরে রে

তিন দিনের অনাহারে

রুহের খোরাক আমার ছামা গান

খাজা বাবা খাজা বাবা খাজা বাবা খাজা বাবা

মারহাবা মারহাবা

গেয়ে ছিলেন নবীর গুণগান..

গান বাজনা এস্কের গাজা

করিলে হয় রুহু তাজা

না করলে পাই সাজা বাচেনা প্রান

গান বাজনা এস্কের গাজা

গান বাজনা এস্কের গাজা

করিলে হয় রুহু তাজা

না করলে পাই সাজা বাছেনা প্রান,

পীরে কয় খাজারে, পীরে কয় খাজারে

গান গেয়ে শুনাও মোরে

গান শুনিবো আজ হয়ে আশেকান

খাজা বাবা খাজা বাবা,খাজা বাবা খাজা বাবা

মারহাবা মারহাবা

গেয়ে ছিলেন নবীর গুণ গান

খাজা বাবা গান তুলে, পীরে নাচে তালে তালে

আরো নাচে আল্লার,জমিন আসমান..

খাজা বাবায় গান তুলে,

খাজা বাবায় গান তুলে,

পীরে নাচে তালে তালে

আরো নাচে আল্লার জমিন আসমান

পীরে কয় আল্লা আল্লা পীরে কয় আল্লা আল্লা

লাইলাহা ইল্লাল্লাহ

হয়ে যায় ফানা ফিল্লাহ্ রাহে কুরবান..

খাজা বাবা খাজা বাবা খাজা বাবা খাজা বাবা

মারহাবা মারহাবা

গেয়ে ছিলেন নবীর গুণগান..

পীরের হাতের লাঠি দিয়া,পৃথিবী লয় থামাইয়া

আর এক হাত উপর দিয়া ঠেকায় আসমান

পীরের হাতের লাঠি দিয়া

পীরের হাতের লাঠি দিয়া

পৃথিবী লয় থামাইয়া

আর এক হাত উপর দিয়া,ঠেকায় আসমান

আবুলে কয় আশেক হলে

খাজা বাবার আশেক হলে

এই গানে মাশেক মিলে

আশেক মাশেক করে মধু পান

খাজা বাবা খাজা বাবা,

খাজা বাবা খাজা বাবা

মারহাবা মারহাবা

গেয়ে ছিলেন নবীর গুণগান

খাজা বাবা খাজা বাবা

মারহাবা মারহাবা

গেয়ে ছিলেন নবীর গুণগান

খাজা বাবা খাজা বাবা,

মারহাবা মারহাবা

গেয়ে ছিলেন নবীর গুণগান

গেয়ে ছিলেন নবীর গুণগান

গেয়ে ছিলেন নবীর গুণগান

গেয়ে ছিলেন নবীর –গুণগান

Más De Momtaz Begum

Ver todologo

Te Podría Gustar