প্লিজ!কেউ কপি করবেন না।
স্মুলের পরিবেশ সুন্দর রাখা
আপনার আমার একান্ত দ্বায়িত্ব।
কণ্ঠশিল্পী:মনির খান
পায়রা পায়রা ডাকে মন,
পায়রা পায়রা ডাকে মন,
পায়রা বাক বাক বাকুম করে
এত দানা পানি দিলাম
পায়রা না আসিল ঘরে
আমার পিরিতি হইল নারে
আমার পিরিতি হইল নারে
প্লিজ!কেউ কপি করবেন না।
স্মুলের পরিবেশ সুন্দর রাখা
আপনার আমার একান্ত দ্বায়িত্ব।
এতো বড় আকাশ দিয়া পায়রা করবি কি?
উড়তে উড়তে কখন রে তুই ক্লান্ত হয়ে যাবি
সন্ধ্যা হলে আকাশ তোরে রাখবে নারে ধরে
তোরে রাখবে নারে ধরে
হংস হংস ডাকে মন
হংস হংস ডাকে মন
হংস চই চই চই চই করে
এত সামুক কুড়া দিলাম হংস না আসিল ঘরে
আমার পিরিতি হইল নারে
আমার পিরিতি হইল নারে
প্লিজ!কেউ কপি করবেন না।
স্মুলের পরিবেশ সুন্দর রাখা
আপনার আমার একান্ত দ্বায়িত্ব।
এতো পুকুর নদি দিয়া হংস করবি কি
অথৈ জলে ডুব সাতারে ক্লান্ত হয়ে যাবি
ডানা জাপটা দিতে গেলে পালক জাবে ঝড়ে
তোর পালক জাবে ঝড়ে
পংখি পংখি ডাকে মন
পংখি পংখি ডাকে মন
পংখি কিচির কিচ কিচ করে
বাসা দিলাম পিঞ্জর দিলাম
পংখি না আসিল ঘরে
আমার পিরিতি হইল নারে
আমার পিরিতি হইল নারে
প্লিজ!কেউ কপি করবেন না।
স্মুলের পরিবেশ সুন্দর রাখা
আপনার আমার একান্ত দ্বায়িত্ব।
এতো বন আর বাদাড় দিয়া পংখি করবি কি
উঁচু ডালে বসতে বসতে ক্লান্ত হয়ে যাবি
এক দিন রে তুই হৎঠাত করেই পড়বি দারুন ঝড়ে
তুই পড়বি দারুন ঝড়ে
বন্ধু বন্ধু ডাকে মন
বন্ধু বন্ধু ডাকে মন
বন্ধু থাকে দুরে দুরে
যখন বন্ধু আসবি ফিরে
তখন আমি থাকবো নারে
আমার পিরিতি হইল নারে
আমার পিরিতি হইল নারে
আমার পিরিতি হইল নারে
আমার পিরিতি হইল নারে
আমার পিরিতি হইল নারে
আমার পিরিতি হইল নারে
ধন্যবাদ সবাইকে