menu-iconlogo
huatong
huatong
avatar

ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেল

Monirulhuatong
◄❤MONIRUL≛⃝⃕🦋🆂🅼.🅱huatong
Letras
Grabaciones
সুরের মূর্ছনায় পক্ষ থেকে

আপনাকে স্বগতম

আপলোড বাই

Monirul

ভালবাসার আগুন জ্বেলে

কেন তুমি চলে গেলে

সেই আগুনে জলি আজও আমি

বদলে গিয়েছো শুধু তুমি..

বদলে গিয়েছো শুধু তুমি..

ভালবাসার আগুন জ্বেলে

কেন তুমি চলে গেলে

সেই আগুনে জলি আজও আমি

বদলে গিয়েছো শুধু তুমি

বদলে গিয়েছো শুধু তুমি

ও পিয়া ও পিয়া ও পিয়া ও পিয়া

====?====

নতুন নতুন গান পেতে আমার সংবুক দেখুন

আপলোড বাই

Monirul

তুমি তো বলেছিলে থাকবো তোমার পাশে

মেনে নেবো এই জীবনে দুঃখ যদি আসে

তুমি তো বলেছিলে থাকবো তোমার পাশে

মেনে নেবো এই জীবনে দুঃখ যদি আসে

তবে কেন চলে গেলে

এ বুকে আগুন জ্বেলে

তবে কেন চলে গেলে

এ বুকে আগুন জ্বেলে

কথা রাখলেনা কথা দিয়া

ও পিয়া ও পিয়া ও পিয়া ও পিয়া

====?====

?প্লিজ!কেউ কপি করবেন না।?

গানের শেষে একটা লাইক দিবেন

সারাদিনে তোমার কথা ভাবি কতবার

মনে কি পরেনা ওগো আমাকে একবার

সারাদিনে তোমার কথা ভাবি কতবার

মনে কি পরেনা ওগো আমাকে একবার

আমায় তুমি গেছ ভুলে

আমি ভাসি চোখের জলে

আমায় তুমি গেছ ভুলে

আমি ভাসি চোখের জলে

দেখে যাও একবার আসিয়া

ও পিয়া ও পিয়া ও পিয়া ও পিয়া

ভালোবাসার আগুন জেলে

কেন তুমি চলে গেলে

সেই আগুনে জলি আজও..আমি

বদলে গিয়েছো শুধু তুমি

বদলে গিয়েছো শুধু তুমি

ও পিয়া ও পিয়া ও পিয়া ও পিয়া

ও পিয়া ও পিয়া ও পিয়া ও পিয়া

ও পিয়া ও পিয়া ও পিয়া...ও পিয়া

>> ধন্যবাদ <<

Más De Monirul

Ver todologo

Te Podría Gustar