menu-iconlogo
huatong
huatong
avatar

Sokhi

Moruvumihuatong
newfem2005huatong
Letras
Grabaciones
আমারে ছাড়াও ঘরে

চান্দের বাত্তি জ্বলে নি?

সখী, তুমি ভালো আছ কি?

সখী, তুমি সুখে আছ কি?

সখী আমার, ভালো আছ কি?

সখী, তুমি সুখে আছ কি?

নিভু নিভু জ্বলে আগুন

হৃদয়ের কোণে রে বন্ধু, অন্তরের কোণে

তোমায় আমি ভালোবাসি অতি গোপনে

নিভু নিভু জ্বলে আগুন

হৃদয়ের কোণে রে বন্ধু, অন্তরের কোণে

তোমায় আমি ভালোবাসি অতি গোপনে

আমারে ছাড়াও ঘরে

আমারে ছাড়াও ঘরে

চান্দের বাত্তি জ্বলে নি?

সখী, তুমি ভালো আছ কি?

সখী, তুমি সুখে আছ কি?

সখী আমার, ভালো আছ কি?

সখী, তুমি সুখে আছ কি?

বুঝিতে চাহিলি না নিঠুর এই মনেরই জ্বালা রে

বুঝিতে চাহিলি না নিঠুর এই মনেরই জ্বালা

অন্ধকার এই ঘরে রাইখা-

অন্ধকার এই ঘরে রাইখা দ্বারে দিছো তালা রে

সখী রে

সখী, আমায় মনে পড়ে কি?

সখী, তুমি ভালো আছ কি?

সখী, আমায় মনে পড়ে কি?

সখী, তুমি সুখে আছ কি?

সখী, তুমি ভালো আছ কি?

সখী, তুমি সুখে আছ কি?

সখী, সখী

সখী, সখী, সখী

সখী, সখী

সখী, সখী, সখী

Más De Moruvumi

Ver todologo

Te Podría Gustar