menu-iconlogo
huatong
huatong
avatar

মন তোরে পারলামনা বুঝাইতে

Mujib Pardeshihuatong
r_ajkatzhuatong
Letras
Grabaciones
মন তোরে পারলাম না বুঝাইতে

মজিব পরদেশি

সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর ও মনরে

ঘুণে করলো জড়ো ও জড়,

সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর ও মনরে

ঘুণে করলো জড়ো ও জড়

আমি কি করে বাস করিব এই ঘরে রে

তুই সে আমার মন

মন তোরে পারলাম না বুঝাইতে রে

তুই সে আমার মন ।।

তিন তক্তার এই নৌকা খানি ও মনরে

গাঙে গাঙে চুয়ায় পানি হায়

তিন তক্তার এই নৌকা খানি ও মনরে

গাঙে গাঙে চুয়ায় পানি

আমি কি করে সেঁচিবো নৌকার পানিরে

তুই সে আমার মন

মন তোরে পারলাম না বুঝাইতে রে

তুই সে আমার মন

নিশি রাইতে ভবের মাঝে ও মনরে

স্বপ্ন দেইখা রইলি ভুলে

নিশি রাইতে ভবের মাঝে ও মনরে

স্বপ্ন দেইখা রাইলি ভুলে

আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে

ও আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে

তুই সে আমার মন

মন তোরে পারলাম না বুঝাইতে রে

তুই সে আমার মন

মন তোরে পারলাম না বুঝাইতে রে

তুই সে আমার মন

তুই সে আমার মন

তুই সে আমার মন ।।

Más De Mujib Pardeshi

Ver todologo

Te Podría Gustar