menu-iconlogo
huatong
huatong
avatar

Megher Koley Rod Hesechhe

Nanditahuatong
ryansgyrl821huatong
Letras
Grabaciones
মেঘের কোলে রোদ হেসেছে

বাদল গেছে টুটি

আহা, হাহা, হা (আহা, হাহা, হা)

আজ আমাদের ছুটি

ও ভাই, আজ আমাদের ছুটি

আহা, হাহা, হা (আহা, হাহা, হা)

মেঘের কোলে রোদ হেসেছে

বাদল গেছে টুটি

আহা, হাহা, হা (আহা, হাহা, হা)

কী করি আজ ভেবে না পাই

পথ হারিয়ে কোন বনে যাই

কী করি আজ ভেবে না পাই

পথ হারিয়ে কোন বনে যাই

কোন মাঠে যে ছুটে বেড়াই

সকল ছেলে জুটি

আহা, হাহা, হা (আহা, হাহা, হা)

মেঘের কোলে রোদ হেসেছে

বাদল গেছে টুটি

আহা, হাহা, হা (আহা, হাহা, হা)

কেয়া-পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে

তালদিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে

কেয়া-পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে

তালদিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে

রাখাল ছেলের সঙ্গে ধেনু

চরাব আজ বাজিয়ে বেণু

রাখাল ছেলের সঙ্গে ধেনু

চরাব আজ বাজিয়ে বেণু

মাখব গায়ে ফুলের রেণু

চাঁপার বনে লুটি

আহা, হাহা, হা (আহা, হাহা, হা)

মেঘের কোলে রোদ হেসেছে

বাদল গেছে টুটি

আহা, হাহা, হা (আহা, হাহা, হা)

আজ আমাদের ছুটি

ও ভাই, আজ আমাদের ছুটি

আহা, হাহা, হা (আহা, হাহা, হা)

মেঘের কোলে রোদ হেসেছে

বাদল গেছে টুটি

আহা, হাহা, হা (আহা, হাহা, হা)

আহা, হাহা, হা (আহা, হাহা, হা)

আহা, হাহা, হা (আহা, হাহা, হা)

আহা, হাহা, হা (আহা, হাহা, হা)

Más De Nandita

Ver todologo

Te Podría Gustar