menu-iconlogo
huatong
huatong
newsong--cover-image

নয়া বাড়ি লইয়া

NewSonghuatong
soniabadhuatong
Letras
Grabaciones

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা

লাগাইল বাইঙ্গন

সেই বাইঙ্গন তুলতে কন্যা

জুড়িল কান্দন গো জুড়িল কান্দন

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা

লাগাইল বাইঙ্গন

সেই বাইঙ্গন তুলতে কন্যা

জুড়িল কান্দন গো জুড়িল কান্দন

কাইন্দো না কাইন্দো না কন্যা

কাইন্দো না কাইন্দো না কন্যা

না কান্দিও আর...

সেই বাইঙ্গন বেচ্যা দিয়াম

তোমার গলার হার গো

তোমার গলার হার

সেই বাইঙ্গন বেচ্যা দিয়াম

তোমার গলার হার গো

তোমার গলার হার

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা

লাগাইল বাইঙ্গন

সেই বাইঙ্গন তুলতে কন্যা

জুড়িল কান্দন গো জুড়িল কান্দন

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা

লাগাইলো কচু

সেই কচু বেইছা দিয়াম

তোমার হাতের বাজু গো

তোমার হাতের বাজু

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা

লাগাইলো কচু

সেই কচু বেইছা দিয়াম

তোমার হাতের বাজু গো

তোমার হাতের বাজু

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা

লাগাইলো কলা আ আ

সেই কলা বেচা দিমু

তোমার গলার মালা গো

তোমার গলার মালা

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা

লাগাইল বাইঙ্গন

সেই বাইঙ্গন তুলতে কন্যা

জুড়িল কান্দন গো জুড়িল কান্দন

সেই বাইঙ্গন তুলতে কন্যা

জুড়িল কান্দন গো জুড়িল কান্দন

নয়া বাড়ী লইয়া বাইদা

বানাইলো চৌকারি

চৌদিকে মালঞ্চের বেরা

আয়না শাড়ি শাড়ি গো

আয়না শাড়ি শাড়ি

নয়া বাড়ী লইয়া বাইদা

বানাইলো চৌকারি

চৌদিকে মালঞ্চের বেরা

আয়না শাড়ি শাড়ি গো

আয়না শাড়ি শাড়ি

হাস মারলাম কইতর মারলাম

হাস মারলাম কইতর মারলাম

মাইজে মারলাম টিয়া আ আ

বালা কইরা রাইন্দ বাইগন

কালা জিরা দিয়া গো

কালা জিরা দিয়া

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা

লাগাইল বাইঙ্গন

সেই বাইঙ্গন তুলতে কন্যা

জুড়িল কান্দন গো জুড়িল কান্দন

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা

লাগাইল বাইঙ্গন

সেই বাইঙ্গন তুলতে কন্যা

জুড়িল কান্দন গো জুড়িল কান্দন

কাইন্দো না কাইন্দো না কন্যা

কাইন্দো না কাইন্দো না কন্যা

না কান্দিও আর...

সেই বাইঙ্গন বেচ্যা দিয়াম

তোমার গলার হার গো

তোমার গলার হার

সেই বাইঙ্গন বেচ্যা দিয়াম

তোমার গলার হার গো

তোমার গলার হার

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা

লাগাইল বাইঙ্গন

সেই বাইঙ্গন তুলতে কন্যা

জুড়িল কান্দন গো জুড়িল কান্দন

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা

লাগাইল বাইঙ্গন

সেই বাইঙ্গন তুলতে কন্যা

জুড়িল কান্দন গো জুড়িল কান্দন

সেই বাইঙ্গন তুলতে কন্যা

জুড়িল কান্দন গো জুড়িল কান্দন

Thank you

Más De NewSong

Ver todologo

Te Podría Gustar