menu-iconlogo
huatong
huatong
avatar

Shudhu Tomakei Bhalobese

Nilanjan Ghosalhuatong
polerbear27huatong
Letras
Grabaciones
শুধু তোমাকেই ভালোবেসে

শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে

শুধু তোমাকেই ভালোবেসে

দু'মুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে

শুধু তোমাকেই ভালোবেসে

শুধু তোমাকেই ভালোবেসে

শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে

শুধু তোমাকেই ভালোবেসে

দু'মুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে

শুধু তোমাকেই ভালোবেসে

ঝড়ের সামনে দাঁড়িয়েছি একা ছেঁড়া পতাকার বেশে

শুধু তোমাকেই ভালোবেসে

তোমাকেই ভালবাসবো ভেবেছি শত যুদ্ধের শেষে

শুধু তোমাকেই ভালোবেসে

এই পাঁজরভরা ভালোবাসা দু'হাত ভরে নাও

এই আধো আলো আধো ছায়া দু'চোখ ভরে নাও

এই আমায় কিছু নাই বা দিলে

নিজের করে নাও

শুধু তোমাকেই ভালোবেসে

শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে

শুধু তোমাকেই ভালোবেসে

দু'মুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে

শুধু তোমাকেই ভালোবেসে

Más De Nilanjan Ghosal

Ver todologo

Te Podría Gustar