তোমার হিয়ারও মাঝারে
বান্ধিয়া রাইখো মোরে
নইলে একদিন কান্দিবে
তোমার হিয়ারও মাঝারে
বান্ধিয়া রাইখো মোরে
নইলে একদিন কান্দিবে
পাখিটারে গোপনে
রাইখো বুকে যতনে
পাখিটারে গোপনে
রাইখো বুকে যতনে
নইলে একদিন কান্দিবে
@SmhdRafique
পাখিটার নাম অঞ্জনা
দেখতে পাখি মন্দ না
ডাক দিলে হৃদয় ডালে বসিবে
পাখিটার নাম অঞ্জনা
দেখতে পাখি মন্দ না
ডাক দিলে হৃদয় ডালে বসিবে
পাখি বড় সেয়ানা
প্রেম ছাড়া সে বোঝে না
পাখি বড় সেয়ানা
প্রেম ছাড়া সে বোঝে না
ভালোবাসলে সে ও বাসিবে
নইলে একদিন কান্দিবে
@SmhdRafique
পাখির বাড়ি প্রেম নগর
মধ্যে একখান শূন্য ঘর
অতি কাছে ডাক দিলে সে শুনিবে
পাখির বাড়ি প্রেম নগর
মধ্যে একখান শূন্য ঘর
অতি কাছে ডাক দিলে সে শুনিবে
কুহু সুরে ডাক দিলে
প্রেমের পাখি যায় গলে
কুহু সুরে ডাক দিলে
প্রেমের পাখি যায় গলে
বারণও না শুনে সে যে আসিবে
নইলে একদিন কান্দিবে
@SmhdRafique
এ হেনো যৌবনও কাল
ফুটলো ফুল গন্ধে মাতাল
আর কত দূরে বলো থাকিবে
এ হেনো যৌবনও কাল
ফুটলো ফুল গন্ধে মাতাল
আর কত দূরে বলো থাকিবে
জাহাঙ্গীর রানা কয় তোর
হিয়াতে বানাইয়া ঘর
জাহাঙ্গীর রানা কয় তোর
হিয়াতে বানাইয়া ঘর
হৃদয় বিছাইয়া কাছে টানিবে
নইলে একদিন কান্দিবে
তোমার হিয়ারও মাঝারে
বান্ধিয়া রাইখো মোরে
নইলে একদিন কান্দিবে
তোমার হিয়ারও মাঝারে
বান্ধিয়া রাইখো মোরে
নইলে একদিন কান্দিবে