menu-iconlogo
huatong
huatong
avatar

Tar Chire Geche

ORONNOhuatong
🔳🇧🇩ShihadAkhand🇧🇩🔳huatong
Letras
Grabaciones
Oronno

Tar Chire Geche

×-×-×-×-×-×-×-×-×-×-×-×-×-×-×

স্নায়ূর চাপে ভুগছে শহরটা

বিবর্ন আকাশ

শকুনের চোখ ছলছল করে

বনের মৃত্যু দেখে

কান্নাগুলো বেহায়ার মত

হাঁসতে থাকে

মাথার ভেতর তারগুলো

ঠাস ঠাস করে ছিঁড়তে থাকে

আমার তার ছিঁড়ে গেছে

আমাদের তার ছিঁড়ে গেছে

তাদের তার ছিঁড়ে আছে

যাদের তার ছিঁড়ে গেছে

×-×-×-×-×-×-×-×-×-×-×-×-×-×-×

বুমেরাং এর মত করে

অসময়গুলো আসে ফিরে

যাচ্ছেতাই যখন খুশি

বাজে মানুষের দেখা মেলে

বোধগুলো সব উড়ে যায়

বটগাছের ডালে

পা' গুলার খুব ইচ্ছে কারও

গলা চিপে ধরে

আমার তার ছিঁড়ে গেছে

আমাদের তার ছিঁড়ে গেছে

তাদের তার ছিঁড়ে আছে

যাদের তার ছিঁড়ে গেছে

আমার তার ছিঁড়ে গেছে

আমাদের তার ছিঁড়ে গেছে

তাদের তার ছিঁড়ে গেছে

যাদের তার ছিঁড়ে গেছে

এ' প্রানে মোদের

সত্য লেখা আছে, ছিঁড়ে গেছে

আমার কথা জড়িয়ে যাচ্ছে

আমাদের তার ছিঁড়ে গেছে

আমার... তার ছিঁড়ে গেছে

আমাদের তার ছিঁড়ে গেছে

×-×-×-×-×-×-×-×-×-×-×-×-×-×-×

Más De ORONNO

Ver todologo

Te Podría Gustar