menu-iconlogo
huatong
huatong
avatar

Choncholo Mon

Paban Das Baul/Sam Millshuatong
rodderxhuatong
Letras
Grabaciones
চঞ্চল মন আমার শোনে না কথা

চঞ্চল মন আমার শোনে না কথা

চঞ্চল মন আমার শোনে না কথা

চঞ্চল মন আমার শোনে না কথা

ঘুরিয়া বেড়ায় ওই আকাশেরই গাঁয়

বিদেশীর সনে দিন কাটায় বৃথা

ঘুরিয়া বেড়ায় ওই আকাশেরই গাঁয়

বিদেশীর সনে দিন কাটায় বৃথা

চঞ্চল মন আমার শোনে না কথা

চঞ্চল মন আমার শোনে না কথা

শোনো ওরে মন, তোমারে বলি

আনন্দে কহ রে কালী কালী

শোনো ওরে মন, তোমারে বলি

আনন্দে কহ রে কালী কালী

তোমার স্বপন ভাঙিবে তখন

তোমার স্বপন ভাঙিবে তখন

বুঝিবে তখন তুমি চঞ্চলতা

চঞ্চল মন আমার শোনে না কথা

চঞ্চল মন আমার শোনে না কথা

চঞ্চল মন আমার শোনে না কথা

বাঁধন-ছাদন দিয়ে রাখা নাহি যায়

মন তুমি হও স্থির, ধরি তব পায়

বাঁধন-ছাদন দিয়ে রাখা নাহি যায়

মন তুমি হও স্থির, ধরি তব পায়

তোমারই মন্দির ভিতর-বাহির

তোমারই মন্দির ভিতর-বাহির

চঞ্চল করিলে ভবা দাঁড়াবে কোথা

চঞ্চল করিলে ভবা দাঁড়াবে কোথা

চঞ্চল মন আমার শোনে না কথা

চঞ্চল মন আমার শোনে না কথা

ঘুরিয়া বেড়ায় ওই আকাশেরই গাঁয়

ঘুরিয়া বেড়ায় ওই আকাশেরই গাঁয়

বিদেশীর সনে দিন কাটায় বৃথা

চঞ্চল মন আমার শোনে না কথা

চঞ্চল মন আমার শোনে না কথা

চঞ্চল মন আমার শোনে না কথা

শোনো ওরে মন, তোমারে বলি

আনন্দে কহ রে কালী কালী

শোনো ওরে মন, তোমারে বলি

আনন্দে কহ রে কালী কালী

তোমার স্বপন ভাঙিবে তখন

তোমার স্বপন ভাঙিবে তখন

বুঝিবে তখন তুমি চঞ্চলতা

বুঝিবে তখন তুমি চঞ্চলতা

মন আমার শোনে না কথা

চঞ্চল মন আমার শোনে না কথা

চঞ্চল মন আমার শোনে না কথা

চঞ্চল মন আমার শোনে না কথা

চঞ্চল মন আমার শোনে না কথা

Más De Paban Das Baul/Sam Mills

Ver todologo

Te Podría Gustar