menu-iconlogo
huatong
huatong
avatar

Pagol Hasan

Pagol Hasanhuatong
♈GSM♈✴️ROIS✴️ALM🇧🇩huatong
Letras
Grabaciones
মায়ার ফান্দে ঠেকছি আমি..

যায় না....কেউরে ব..লা গো.ও ও

বন্ধুয়ার পিরিতে আমার

জ..ড়া..য়,ধরলো গ..লা

কেনবা পিরিত বাড়াইলাম

আপনারে হারাইলা..ম

না জাইন্না পিরিতের,ষোলো কলা,

কেনবা পিরিত বাড়াইলাম

আপনারে হারাইলা..ম

না জাইন্না পিরিতের,ষোলো ক..লা

ক্ষণে স্বরুপ ক্ষণে বিরুপ

এই কা...লা এই ধ..লা গো..ও ও

বন্ধুয়ার পিরিতে গো আমার

জড়া..য়,ধরলো গলা..

পিরিতি বিষয় কঠিন

সমান তালে নিশি দি..ন

হৃদ রের জমিন ক্ষুরে লাংলের ফ..লা

পিরিতি বিষয় কঠি..ন

সমান তালে নিশি দি..ন

হৃদ রের জমিন ক্ষুরে লাংলের ফলা

মাশুক হইয়া সুখ দুখ লইয়া..

গইয়া....গইয়া জ্ব..লা গো.ও ও

বন্ধুয়ার পিরিতে আমার

জ..ড়া..য়,ধরলো গ..লা

পিরিতির ঐ জান কুঠায়,

সাধ্য কার ধরলে ছোটা..য়

ভাবিয়া পাগল হাসান উত..লা

----মিউজিক ----

পিরিতির ঐ জান কুঠায়

সাধ্য কার ধরলে ছোটা..য়

পাগল হাসান ভাবিয়া উত..লা

ও বুঝলাম,

পিরিত বলতে চলতে চলতে

মর.....ন পুড়ে চ..লা গো ও ও

বন্ধুয়ার পিরিতে গো আমার

জড়া..য়,ধরলো গ..লা

মায়ার ফান্দে ঠেকছি আমি..

যায় না....কেউরে ব..লা গো.ও ও

বন্ধুয়ার পিরিতে আমার

জড়া..য়,ধরলো গ..লা

বন্ধুয়ার পিরিতে গো আমার

জ..ড়া..য়,ধরলো গ..লা

বন্ধুয়ার পিরিতে গো আমার

জড়া..য়,ধরলো গ..লা

Más De Pagol Hasan

Ver todologo

Te Podría Gustar