menu-iconlogo
huatong
huatong
piran-khantanveer-evan-jontrona-cover-image

Jontrona

Piran Khan/Tanveer Evanhuatong
blaquediamondhuatong
Letras
Grabaciones
আজ এই দুচোখ ভরে

দেখেছি তোমায়

আমি,

আজ এই দুচোখের আড়ালে

হারিয়েছি তোমায়

আমি,

যন্ত্রণায়

তোমায় ভেবে

কেদেছি আমি,

জীবনটাকে

শেষ করার আশায়

গেয়ে যাই আমি।

তুমি আমার হয়ে ও

কখনো আমায়

বুঝনি।

ভেঙেছো পুরোটা আমায়,

তবু ও গড়েছি

তোমায় আমি।

তোমায় আমি

বলে দিতে চাই

আর পাবেনা আমায়।

কষ্ট পাবো

যেনে ও তুমি

কাদিয়েছ আমায়।

দিয়েছি ভালবাসা

নিয়েছি

তোমার সব বেথা,

রেখেছি তোমায় এই বুকে

তাই তো আজ দিলে

ব্যাথা।

মাঝে মাঝে

তোমায় ভেবে

কেদে যাই আমি,

এত কষ্টে এত

ব্যাথায় খুজি তোমায় আমি।

কখনো ভাবিনি এত ব্যাথা দিবে তুমি

চেয়েছো ভেঙে দিতে

তা হয়েছে আজি।

চলে যাওয়ার ছিল যখন এলে বা

কেনো?

স্বপ্ন ভাঙার ছিলোই যখন,

দেখালে বা কেনো?

আজ আমার

এই জীবনটা তুমি করে দিলে একলা

কেড়ে নিলে সব আমার স্মৃতিগুলো

রেখে গেলে ব্যাথা।

শেষ কথা দিলাম তোমার হয়ে থাকবোনা আমি।l

চলে যাব সবি ছেড়ে আমি

বহুদূরে বহুদূরে......

Más De Piran Khan/Tanveer Evan

Ver todologo

Te Podría Gustar