menu-iconlogo
huatong
huatong
popeye-mukto-poton-cover-image

Mukto Poton

Popeyehuatong
sjslsinflhuatong
Letras
Grabaciones
বাতাস আকাশে গেলো নিয়ে

নিয়ে, ছেড়ে দিলো নিচে

বাতাস, আকাশে, নিয়ে দিলো নিচে ছেড়ে

আমি মেঘেদের ছুঁয়ে...

কে জানে ছিটকে পড়বো কোথায়, কোন যে সাগরে?

চোখে শুধু সূর্য ভাসে, নীল আকাশের পিছে

তবুও লাগে না ভয়, সাথে থাকতেও জোড়া ডানা

আমি মেলবো না একটাকেও, পড়ে যাবো এই ঝড়ো বেগে

কেউ ধরো না ধরো না এই আমায়

কেউ নিও না এই সুখ কেড়ে

কেউ ধরো না ধরো না এই আমায়

আমি জানতে তো চাই না আমি কে?

এতো তো কখনো লাগে নি ভালো, হারাতে নিজেকে

যাক থমকে সময় শূন্যতাতে, নিস্তব্ধ নিরালয়

আমি চাই না তো, খুঁজে পেতে আমাকে

দেখো এই আমায়, মুক্ত আকাশে

তবুও লাগে না ভয়, সাথে থাকতেও জোড়া ডানা

আমি মেলবো না তো একটা ডানাও

যা হওয়ার তা হবে

আমি মেলবো না তো একটা ডানাও

যা হওয়ার দেখা যাবে

কেউ ধরো না, ধরো না, ধরো না, ধরো না

ধরো, ধরো না এই আমায়

কেউ ধরো না, ধরো না, ধরো না, ধরো না

ধরো, ধরো না এই আমায়

আমায়...

Más De Popeye

Ver todologo

Te Podría Gustar