menu-iconlogo
huatong
huatong
popeye-tumi-shobi-2-cover-image

Tumi Shobi 2

Popeyehuatong
ravenb2huatong
Letras
Grabaciones
তোমায় নিয়ে, যত স্বপ্ন গড়া আমার

তুমি আছো বলে

অন্ধ দু চোখে, আলো দেখা আবার

আমার মনে, তুমি শুধু তুমি

জেগে-ঘুমে, দিবা-রাতে তোমাকে ভাবি

তুমি আমারই সবই!

লাগে না ভালো মনে, তুমি ছাড়া

আঁধারে জাগে না ভয়, তুমি আছো না

ছাউনি তুমি আমার, খরা রোদে

চাদর আমার শরীরে, শীতের রাতে

তুমি সবই তুমি সবই, তুমি এই জীবনে

কথা দিলাম আকাশ সমান

ভালোবাসবো তোমাকে

তুমি সবই!

তুমি জল আমার মরুতে

আমি স্বর্গ দেখিনি

তবু লাগে যেন তুমি সেখানেরই!

আমার এ মনে তুমি, তুমি, তুমি!

জেগে-ঘুমে, দিবা-রাতে তোমাকে ভাবি

তুমি আমারই সবই!

তুমি আমারই সবই!

ছাউনি তুমি আমার, খরা রোদে

চাদর আমার শরীরে, শীতের রাতে

জানি না বোঝাবো কীভাবে

কতোটা, তুমি এই ভেতরে

চিরকাল, থেকো কাছে আমার

তুমি সব, তুমি সবই আমার

আমার এ মনে, তুমি শুধু তুমি

জেগে-ঘুমে, দিবা-রাতে তোমাকে ভাবি

তুমি আমারই সবই!

তুমি আমারই সবই!

Más De Popeye

Ver todologo

Te Podría Gustar