কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে ঘরের কোণে
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
কিছুদিন মনে মনে
ইশারায় কইবি কথা গোঠে-মাঠে
ইশারায় কইবি কথা গোঠে-মাঠে
দেখিস যেন কেউ না জানে
কেউ না বোঝে কেউ না শোনে
কিছুদিন মনে মনে
শ্যামকে যখন পড়বে মনে
Chaibi kalo megher pane
Ore শ্যামকে যখন পড়বে মনে
O tui Chaibi kalo megher pane
আর রান্নাশালে কাঁদবি বসে
ভিজে কাঠ দিয়ে উনুনে
কিছুদিন মনে মনে
শ্যাম শায়রে নাইতে যাবি
গায়ের বসন ভিজবে কেনে
Ore শ্যাম শায়রে নাইতে যাবি
O tor গায়ের বসন ভিজবে কেনে
শায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে
শায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে
গায়ের বসন ভিজবে কেনে
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে ঘরের কোণে
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে
Best wishes by Rino