menu-iconlogo
huatong
huatong
Letras
Grabaciones
জামাই সেজে আমি হাজির হয়েছি

(হাজির হয়েছি, হাজির হয়েছি)

উপহার কী কী পাবো list করেছি

(List করেছি, list করেছি)

জামাই সেজে আমি হাজির হয়েছি

উপহার কী কী পাবো list করেছি

জমিয়ে খাবো আমি ইলিশ-মাংস-কৈ

খাবো আমি চেটেপুটে মিষ্টি, সাথে দই

করো না বেশি সাওয়াল

দেখাবো আমার কামাল

ষষ্ঠীর জামাই আমি hit

জামাই আমি hit, সবার সাথে fit

বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০

জামাই আমি hit, সবার সাথে fit

বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০

আসছে সবাই মিলেমিশে

জামাই দেখার আজকে মজা

ভীড়ের মাঝে নতুন করে

তোমাকে আজ শুধু খোঁজা

আসছে সবাই মিলেমিশে

জামাই দেখার আজকে মজা

ভীড়ের মাঝে নতুন করে

তোমাকে আজ শুধু খোঁজা

করো না বেশি সাওয়াল

দেখাবো আমার কামাল

ষষ্ঠীর জামাই আমি hit

জামাই আমি hit, সবার সাথে fit

বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০

জামাই আমি hit, সবার সাথে fit

বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০

দুষ্টু ছেলে জামাই সেজে

দেখে আমায় উঁকি দিয়ে

দেখি তোমায় লাজুক চোখে

আছো তুমি এ মন জুড়ে

দুষ্টু ছেলে জামাই সেজে

দেখে আমায় উঁকি দিয়ে

দেখি তোমায় লাজুক চোখে

আছো তুমি এ মন জুড়ে

করো না বেশি সাওয়াল

দেখাবো আমার কামাল

ষষ্ঠীর জামাই আমি hit

জামাই আমি hit, সবার সাথে fit

বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০

জামাই আমি hit, সবার সাথে fit

বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০

জামাই সেজে আমি হাজির হয়েছি

উপহার কী কী পাবো list করেছি

জমিয়ে খাবো আমি ইলিশ-মাংস-কৈ

খাবো আমি চেটেপুটে মিষ্টি, সাথে দই

করো না বেশি সাওয়াল

দেখাবো আমার কামাল

ষষ্ঠীর জামাই আমি hit

জামাই আমি hit, সবার সাথে fit

বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০

জামাই আমি hit, সবার সাথে fit

বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০

জামাই আমি hit, সবার সাথে fit

বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০

জামাই আমি hit, সবার সাথে fit

বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০

Más De Prasenjit Mallick/Gopika Goswami

Ver todologo

Te Podría Gustar