menu-iconlogo
huatong
huatong
avatar

O Bondhu Toke Miss Korchi Bhishon

Prince Mahmudhuatong
🎸🎸muSic_lOver_Bd🎸🎸huatong
Letras
Grabaciones
একলা ঘর

ধূলো জমা গীটার

পড়ে আছে লেলিন

পড়ে আছে শেক্সপিয়ার

টিশার্ট জিন্সগুলো

দেরাজে আছে

শুধু মানুষটা তুই নেইতো

নেইরে কাছে

ও বন্ধু তোকে

মিস করছি ভীষণ

তোকে ছাড়া কিছুই

আর জমেনা এখন

ও বন্ধু তোকে

মিস করছি ভীষণ

তোকে ছাড়া কিছুই

আর জমেনা...

তোকে ছাড়া হয়না টিউন

হয়না লেখা

বৃষ্টির সাথেও এখন

হয় না দেখা

থমকে যাই হয় মনে

এই বুঝি এসে ডাক দিবি

থমকে যাই পরক্ষণে

কেনো হয় যে এমন

ও বন্ধু তোকে

মিস করছি ভীষন

তোকে ছাড়া কিছুই

আর জমে না এখন

ও বন্ধু তোকে

মিস করছি ভীষন

তোকে ছাড়া কিছুই

আর জমে না...

একলা ঘর

ধূলো জমা গীটার

পড়ে আছে লেলিন

পড়ে আছে শেক্সপিয়ার

টিশার্ট জিন্সগুলো

দেরাজে আছে

শুধু মানুষটা তুই নেইতো

নেইরে কাছে

ও বন্ধু তোকে

মিস করছি ভীষণ

তোকে ছাড়া কিছুই

আর জমেনা এখন

ও বন্ধু তোকে

মিস করছি ভীষন

তোকে ছাড়া কিছুই

আর জমে না...

Más De Prince Mahmud

Ver todologo

Te Podría Gustar