menu-iconlogo
huatong
huatong
avatar

Balika Tomar Premer Poddo

Pritomhuatong
pattyjane42huatong
Letras
Grabaciones

বালিকা তোমার প্রেমের

পদ্ম দিওনা এমন জনকে

যে ফুলে ফুলে উড়ে মধু পান

করে অবশেষে ভাঙে মনকে।

একটা হৃদয় বারবার নয়, একবারই প্রেমে পড়ে;

সেই হৃদয়ের সুখ লুট হয় নিঠুর মৌনঝড়ে।

বালিকা তোমার প্রেমের

পদ্ম দিওনা এমন জনকে;

যে ফুলে ফুলে উড়ে মধু পান

করে অবশেষে ভাঙে মনকে।

একটা হৃদয় বারবার নয়,

একবারই প্রেমে পড়ে;

সেই হৃদয়ের সুখ লুট হয় নিঠুর মৌনঝড়ে।

হও হুশিয়ার মনের দুয়ারে নজর রাখো খুব,

চোখের ফাকিতে ঠোটের হাসিতে হয়োনা উৎসুক

বালিকা, পুড়ে যাবে সব সুখ।

বালিকা তোমার প্রেমের

পদ্ম দিওনা এমন জনকে;

যে ফুলে ফুলে উড়ে মধু পান

করে অবশেষে ভাঙে মনকে।

একটা হৃদয় বারবার নয়, একবারই প্রেমে পড়ে;

সেই হৃদয়ের সুখ লুট হয় নিঠুর মৌনঝড়ে।

তোমার দিকে বাড়াবে সবাই ভালবাসার হাত;

কারণ তোমার কাছে আছে প্রেমের প্রপাত।

তোমার জন্য হাবা ছেলেও যেতে চাবে যুদ্ধে;

আসলে কিন্তু মা বকলেই তোমায় ভুলবে।

তোমার জন্য যুদ্ধ ঘোষণা করবে পাড়াতো ভাই;

প্রেম হয়ে গেলে কিছুদিন

পরে দেখবে ভাই আর নাই।

কতোই শুনবে তোমার জন্য পারবে দিতেও প্রাণ;

কেউবা আবার তোমায় নিয়ে লিখবে কবিতা গান।

সব আয়োজন আসলে ঐ তোমার প্রেমের জন্য,

তুমি ভেবে দেখ করবে কার জীবনটা ধন্য;

নইলে, পুড়ে যাবে সব সুখ।

বালিকা তোমার প্রেমের

পদ্ম দিওনা এমন জনকে;

যে ফুলে ফুলে উড়ে মধু পান

করে অবশেষে ভাঙে মনকে।

একটা হৃদয় বারবার নয়, একবারই প্রেমে পড়ে;

সেই হৃদয়ের সুখ লুট হয় নিঠুর মৌনঝড়ে।

হও হুশিয়ার মনের দুয়ারে নজর রাখো খুব,

চোখের ফাকিতে ঠোটের হাসিতে হয়োনা উৎসুক;

বালিকা, পুড়ে যাবে সব সুখ।

তোমার জন্য হাউজ টিউটর অংকে করবে ভূল;

পড়া বাদ দিয়ে প্রেমের হিসেব কষবে নির্ভূল।

তোমার জন্য ক্লাস ফাকি

দিয়ে সেরা ছাত্রটাও;

যত্ন করে মালা গেথে বলবে "জান, নাও"।

তোমাকে খাওয়াতে সন্ধ্যা রাতে

চাইনিজ চাওমিং;

বাবার পকেট মারবে লক্ষ্মী

ছেলেটা প্রতিদিন।

তোমার প্রেমে হাবুডুবু

খেয়ে বুড়ো হাবড়া সেও;

লজ্জা শরম ভুলে গিয়ে বলবে "লাভ ইউ"।

তোমাকে তুমি সামলে রেখো তোমার মতো করে,

মিথ্যা প্রেমের জালে

নয়তো কাঁদবে বালিশ ধরে;

বালিকা, পুড়ে যাবে সব সুখ।

বালিকা তোমার প্রেমের

পদ্ম দিওনা এমন জনকে;

যে ফুলে ফুলে উড়ে মধু পান

করে অবশেষে ভাঙে মনকে।

একটা হৃদয় বারবার নয়, একবারই প্রেমে পড়ে;

সেই হৃদয়ের সুখ লুট হয় নিঠুর মৌনঝড়ে।

হও হুশিয়ার মনের দুয়ারে নজর রাখো খুব,

চোখের ফাকিতে ঠোটের হাসিতে হয়োনা উৎসুক;

বালিকা, পুড়ে যাবে সব সুখ

Más De Pritom

Ver todologo

Te Podría Gustar