menu-iconlogo
huatong
huatong
avatar

লিচুর বাগনে -Taandob

Pritom Hasan/aleya begumhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
Letras
Grabaciones
মেয়েঃ কে দিলো পিরিতের বেড়া

লিচুর ও বাগানে,,

কে দিলো পিরিতের বেড়া

লিচুর ও বাগনে,,

ছেলেঃ আরে কমলার বাগানে সইগো

কমলার বাগানে

হেই কমলার বাগানে সইগো

কমলার বাগানে

কে দিলো পিরিতের বেড়া

লিচুর ও বাগানে

কে দিলো পিরিতের বেড়া

লিচুর ও বাগানে

মেয়েঃ কেমন প্রেমিক তুই বন্ধুরে

বেড়া দেইখা কাঁপিস ভয়ে

কেমন প্রেমিক তুই বন্ধুরে

বেড়া দেইখা কাঁপিস ভয়ে

পারলে ভেড়া ডিঙ্গাই আসো

পারলে ভেড়া ডিঙ্গাই

পারলে ভেড়া ডিঙ্গাই আসো

জায়গা দিমু এই অন্তরে

ছেলেঃ কে দিল পিরিতের বেড়া

লিচুর ও বাগানে

কে দিল পিরিতের বেড়া

লিচুর ও বাগানে

-==আপলোডঃ মজিবুর==-

আমি চুপ করে ভালোবাসি

দূর থেকে তোমাকে

এক অজানা ফুল তুমি

লুকিয়ে নিরবে এ হৃদয়ে..

শুধু তোমারই সুভাস এ হৃদয়ে

ডুবে ভাসে,,মনের মাঝে

আমি খুব দূরে আবার খুব কাছে

তুমি দেয়াল দিলেও তাতে কি যায় আসে

মেয়েঃ আমার মনে লাগে সন্ধ্যে

আমার মনে লাগে..

ছেলেঃ কি যায় আসে

মেয়েঃ আমার মনে লাগে সন্ধ্যে

বন্ধে বুঝি জাদু জানে

ছেলেঃ কে দিল পিরিতের বেড়া

লিচুর ও বাগানে,,

কে দিল পিরিতের বেড়া

লিচুর ও বাগানে,,

আরে কমলার বাগানে সইগো

কমলার বাগানে,,

হেই কমলার বাগানে সইগো

কমলার বাগানে,,

কে দিল পিরিতের বেড়া

লিচুর ও বাগানে,,

কে দিল পিরিতের বেড়া

লিচুর ও বাগানে

==============

হুম, হুম, হুম,হুম,,

====ধন্যবাদ====

Más De Pritom Hasan/aleya begum

Ver todologo

Te Podría Gustar