(M) = তোমার কথা ভুলতে গেলাম
ভুলতে গিয়া তাও ভুলিনা
ভুলতে গিয়া তাও ভুলি না
গা"ন বাজে দুই কানে...
মন আমার পাগলা রকেট
আগুন লাগে তা"ও উড়ে না
তোমারে উড়তে দেইখা
ব্যা"থা লাগে এই প্রাণে
ভেলকি মারে ভেলকি মারে
তোমার প্রেমের আগুনে
নি"শি রাইতে ফাগুনে
জ্বলি আ"মি তেলে বেগুনে
ভালবাইসা গালি মারি
কা"র নিষেধ বারনে
বাড়ি গিয়া দেখি নানী
গা"ন শুনে হেডফোনে...
আইরে আয় চাঁদ মামা
চিমটি দিয়া যারে
কে ভালো কে রে মন্দ
আমি চিনি না"রে..
চাঁদ মামা চাঁদ মামা
চিমটি দিয়া যারে
কে ভালো কে রে মন্দ
আমি চিনি না"রে...
কে ভালো কে রে মন্দ
আমি চিনি নারে
কে ভালো কে রে মন্দ
আমি চিনি নারে
(F )= পাখি পাখি মন তো"মার
উড়তে গিয়েও তাও উ"ড়ে না
খালি খালি আশা দেখায়
ভালোবাসা তাও বাসে না
কাকের ই ঘর কোকিল
বাসা বাঁধে ভুল_দোষে
তেমনি তো"মার প্রেম
আমারে মনে টানে না
তুমি পিছু ছা"ড়ো না
আবার ভালো বাসা না
বল কি তফাৎ তোমার
মাঝে আর পা"গলে..
ভেলকি মারে ভেলকি;মারে
তোমার প্রেমের আগুনে
(M) = নি"শি রাইতে ফাগুনে
জ্ব"লি আমি তেলে বেগুনে
ভালবাইসা গালি মারি
কা"র নিষেধ বা"ড়নে
বাড়ি গিয়া দেখি নানী
গা"ন শুনে হেডফোনে
(F )= আইরে আয় চাঁদ মামা
চিমটি দিয়া যা"রে
কে ভালো কে রে মন্দ
আমি চিনি না"রে
(M) = চাঁদ মামা চাঁদ মামা
চিমটি দিয়া যা"রে
কে ভালো কে রে মন্দ
আমি চিনি না"রে
চাঁদ মামা চাঁদ মামা
চিমটি দিয়া যা"রে
কে ভালো কে রে মন্দ
আমি চিনি নারে
কে ভালো কে রে মন্দ
আমি চিনি না"রে
কে ভালো কে রে মন্দ
আমি চিনি নারে....
কে ভালো কে রে মন্দ
আমি চিনি না"রে
কে ভালো কে রে মন্দ
আমি চিনি নারে
কে ভালো কে রে মন্দ
আমি চিনি নারে